ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ।
তিনি বলেন, জিয়া পরিবার গণতন্ত্রের পক্ষে এবং দেশের স্বাধীনতা রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। আপনারা সেই পরিবারের সঙ্গে আছেন। দেশ পরিচালনার জন্য জনগণের প্রতিনিধিদের নিয়ে একটি সংসদ গঠন করতে হবে। এটি কেবল নির্বাচনের মাধ্যমেই সম্ভব, গণতন্ত্র প্রতিষ্ঠার অন্য কোনো পথ নেই। আমি আশা করি, অন্তর্বর্তী সরকার নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচনের কোন বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
দুদু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তেমনি রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা ও যুদ্ধই করেননি, পরবর্তী সময়ে দেশের স্বাধীনতা রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দেশের হাল ধরেন এবং আধুনিক বাংলাদেশ গঠন করেন।
তিনি বলেন, পরবর্তী সময়ে দেশে যখন আবার স্বৈরাচার এর আবির্ভাব হয়, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছরের আন্দোলন সংগ্রামের পর দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। গত ১৫-১৬ বছর যখন শেখ হাসিনা দেশে স্বৈরাচার কায়েম করে, তখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী রফিকুল ইসলাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।