অক্টোবরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা করবে চীন

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৪

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি আগামী অক্টোবরের শেষ দিকে দেশের জন্য আগামী পাঁচ বছরের দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবে বলে সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

বেইজিং থেকে এএফপি জানায়, সংবাদ সংস্থা ‘সিনহুয়া’ জানিয়েছে, শীর্ষ নেতারা ২০ থেকে ২৩ অক্টোবর বেইজিংয়ে অনুষ্ঠেয় চতুর্থ প্লেনামে একত্রিত হবেন।

বৈঠকে পার্টির শীর্ষ নেতৃত্ব ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন, যা অর্ধ-দশকের জন্য সামগ্রিক নীতি নির্ধারণ করবে।

চলমান ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় দেশটি মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি, তরুণদের বেকারত্ব বৃদ্ধি এবং জন্মহার হ্রাসের মতো সমস্যার মুখোমুখি হয়েছে।

‘সিনহুয়া’ প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত এপ্রিলে প্রেসিডেন্ট সি চিনপিং বলেন, চীনকে আগামী পাঁচ বছর উন্নয়ন ও নিরাপত্তাকে সমান গুরুত্ব দিতে হবে এবং দেশীয় ও আন্তর্জাতিক ঝুঁকি ও চ্যালেঞ্জের একটি সামগ্রিক মূল্যায়ন করতে হবে।

ওই সময় সি আরো বলেন, নতুন পরিকল্পনায় ‘মূলত সমাজতান্ত্রিক আধুনিকায়ন অর্জনের লক্ষ্যকে কেন্দ্র করে একটি মহান দেশ গড়ে তোলা এবং জাতীয় পুনর্জাগরণকে এগিয়ে নিতে হবে’।

চীনা নেতাদের সামনে বর্তমানে যেসব কঠিন চ্যালেঞ্জ রয়েছে, তার মধ্যে রয়েছে- দীর্ঘস্থায়ী ঋণ সংকটে নিমজ্জিত আবাসন খাত, অভ্যন্তরীণ ভোগব্যয়ে মন্দা এবং ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য উত্তেজনা।

সরকারি তথ্যে দেখা যায়, গত আগস্টে তরুণদের বেকারত্বের হার রেকর্ড ২১ শতাংশে পৌঁছেছে। এছাড়া, কারখানা উৎপাদন ও খুচরা বিক্রয় গত মাসে প্রায় এক বছরের মধ্যে সবচেয়ে কম হারে বৃদ্ধি পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক
মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ
ব্যাংকগুলোকে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য সিআইবি ডাটাবেজে জমা দিতে হবে
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
অক্টোবরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা করবে চীন
ধর্মীয় সম্প্রীতিই দেশের শক্তি: সারজিস আলম
বিদেশে নির্মিত সিনেমার ওপর শুল্ক আরোপের হুমকি পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প
১০