বিজিবি-বিএসএফ-এর উদ্যোগে নোম্যান্সল্যান্ডে বাবার মরদেহ দেখলেন মিতু

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৯:৩৩
বিজিবি-বিএসএফ-এর উদ্যোগে নোম্যান্সল্যান্ডে বাবার মরদেহ দেখলেন মিতু। ছবি: বাসস

যশোর, ১ অক্টোবর ২০২৫ (বাসস): বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গ নিবাসী পিতার মরদেহ দেখতে পেলেন বেনাপোলবাসী কন্যা। 

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাঁশঘাটা গ্রামের বাসিন্দা জব্বার মণ্ডল (৭৫) বার্ধক্যজনিত কারণে গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেন। তার মেয়ে মিতু মণ্ডলের (৩৮) শ্বশুর বাড়ি বাংলাদেশের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা এলাকার পোড়াবাড়ি গ্রামে। মিতু এই গ্রামের বাবলু মণ্ডলের স্ত্রী।

বাবাকে শেষবারের মতো দেখতে মিতুর পরিবার আবেদন করেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের কাছে। তারই সূত্র ধরে আজ বুধবার বেলা আড়াইটার সময় বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিক জব্বার মণ্ডলের মরদেহ দেখানো হয় তার মেয়ে ও স্বজনদের।

যশোর বিজিবির (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দুপুরে বেনাপোল সীমান্তের মেইন পিলার ২৫/৬-এস এর কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিক জব্বার মণ্ডলের মরদেহ শেষবারের মতো দেখেন বাংলাদেশে থাকা তার স্বজনরা।

এরপর জব্বার মণ্ডলের মরদেহ দাফনের জন্য আবার ভারতে নিয়ে যাওয়া হয়। তার বাংলাদেশি স্বজনরাও তাদের নিজ বাড়িতে ফিরে আসেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
স্বাধীনতা যুদ্ধ ছিল সব ধর্মের মানুষের যৌথ সংগ্রাম: আসাদুল হাবিব দুলু
স্বর্ণ চোরাচালানের মাধ্যমে অর্জিত ১০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি
সব ধর্মের মানুষ মিলেমিশে আগামীর নতুন বাংলাদেশ গড়বো: শাহজাহান মিঞা
বাহিরের ইন্ধনে দুষ্কৃতকারীরা দুর্গাপূজা অস্থিতিশীল করার চেষ্টা করেছিল: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুনের হাতকড়ার ছবি ভুয়া: স্বরাষ্ট্র সচিব
এক টেস্ট ও তিন টি২০ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান
কাতারকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস
রাজশাহী সীমান্তে দুর্গাপূজায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
১০