বিজিবি-বিএসএফ-এর উদ্যোগে নোম্যান্সল্যান্ডে বাবার মরদেহ দেখলেন মিতু

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৯:৩৩
বিজিবি-বিএসএফ-এর উদ্যোগে নোম্যান্সল্যান্ডে বাবার মরদেহ দেখলেন মিতু। ছবি: বাসস

যশোর, ১ অক্টোবর ২০২৫ (বাসস): বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গ নিবাসী পিতার মরদেহ দেখতে পেলেন বেনাপোলবাসী কন্যা। 

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাঁশঘাটা গ্রামের বাসিন্দা জব্বার মণ্ডল (৭৫) বার্ধক্যজনিত কারণে গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেন। তার মেয়ে মিতু মণ্ডলের (৩৮) শ্বশুর বাড়ি বাংলাদেশের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা এলাকার পোড়াবাড়ি গ্রামে। মিতু এই গ্রামের বাবলু মণ্ডলের স্ত্রী।

বাবাকে শেষবারের মতো দেখতে মিতুর পরিবার আবেদন করেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের কাছে। তারই সূত্র ধরে আজ বুধবার বেলা আড়াইটার সময় বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিক জব্বার মণ্ডলের মরদেহ দেখানো হয় তার মেয়ে ও স্বজনদের।

যশোর বিজিবির (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দুপুরে বেনাপোল সীমান্তের মেইন পিলার ২৫/৬-এস এর কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিক জব্বার মণ্ডলের মরদেহ শেষবারের মতো দেখেন বাংলাদেশে থাকা তার স্বজনরা।

এরপর জব্বার মণ্ডলের মরদেহ দাফনের জন্য আবার ভারতে নিয়ে যাওয়া হয়। তার বাংলাদেশি স্বজনরাও তাদের নিজ বাড়িতে ফিরে আসেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সর্বোচ্চ আদালতের রায় ২০ নভেম্বর
পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৪ ডিগ্রিতে
আচরণবিধি গেজেট : এক মঞ্চে ইশতেহার ঘোষণা, বিধিমালা লঙ্ঘনে প্রার্থিতা বাতিল
মাদারীপুরে বাইক-সাইকেলের সংঘর্ষে তরুণ নিহত
ঝিনাইদহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ভারতের দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের তদন্ত করছে ফরেনসিক দল, নিহত ৮ 
নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত
টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে ৭ দিনের কর্মসূচি শুরু 
লালমনিরহাটে বিএনপির সদস্য সংগ্রহে জনস্রোত
রুমায় প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ
১০