ঢাকা, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর তেজগাঁও থানাধীন পশ্চিম নাখালপাড়া এলাকা থেকে ৬ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-২।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে র্যাব-২ পশ্চিম নাখালপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে। র্যাব-২-এর সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু আজ এ তথ্য জানান।
গ্রেফতার মাদক কারবারির ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।