ঢাকা, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : দেশে আজ ত্রয়োদশ বারের মতো পালিত হচ্ছে স্তন ক্যান্সার সচেতনতা দিবস। ২০১৩ সাল থেকে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে প্রতিবছর ১০ অক্টোবর এই দিবসটি পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘জেনে নিন, জেগে উঠুন-স্ক্রিনিং জীবন বাঁচায়’।
স্তন ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে নির্ণয় এবং সময়মতো চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। ঢাকা ও সারাদেশে গোলাপি সড়ক শোভাযাত্রা ও তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ কর্মসূচি ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে।
এই বছর ফোরামের ৫৩টি সদস্য সংগঠন যৌথভাবে বিভিন্ন কর্মসূচি পালন করছে। পাশাপাশি আরো অনেক সংগঠন এককভাবেও সচেতনতামূলক আয়োজন করছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী, গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
আলোচনায় বক্তব্য রাখেন-স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য ও কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের চেয়ারম্যান ডা. জাকির হোসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা অধ্যাপক ডা. মোজাহেরুল হক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, নারী অধিকার সংস্কার কমিশনের সদস্য ও জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হালিদা হানুম আখতার, নারী উদ্যোগ কেন্দ্রের প্রতিষ্ঠাতা মাশহুদা খাতুন শেফালী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ, সাবেক অতিরিক্ত সচিব মো. আব্দুল হাকিম, কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের চেয়ারপার্সন অধ্যাপক সারিয়া তাসনিম ও মোছাররৎ জাহান সৌরভ, সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন, এবং অন্যান্য বিশিষ্ট চিকিৎসক, নারী নেত্রী ও স্বাস্থ্যকর্মীরা।
সূচনা বক্তব্যে অধ্যাপক ডা. রাসকিন বলেন, মানুষ তথ্য জানছে ঠিকই, কিন্তু স্ক্রিনিং বা প্রতিরোধমূলক পরীক্ষার বিষয়ে এখনো তৎপর নয়। তাই এবারের প্রতিপাদ্য ‘জেনে নিন, জেগে উঠুন’-অর্থাৎ সচেতন হোন ও পদক্ষেপ নিন। তিনি জানান, আন্তর্জাতিক সংস্থার হিসাব অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে প্রায় ১৩ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং ৬ হাজার নারী মৃত্যুবরণ করেন।
সারা মাসব্যাপী সচেতনতা কার্যক্রম চলবে। ৩০ ও ৩১ অক্টোবর ঢাকা, রাজশাহী ও খুলনায় গোলাপি সড়ক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। গোলাপি সাজে সজ্জিত বাসে করে স্বেচ্ছাসেবীরা প্রায় ১৫টি স্থানে আলোচনা সভা, পথসভা ও লিফলেট বিতরণ করবেন।
ধানমন্ডির গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালে স্বল্প খরচে স্তন ক্যান্সারের অপারেশন ও কেমোথেরাপি চলছে। অতি দরিদ্র রোগীদের জন্য মাত্র ৫ হাজার টাকায় অপারেশনের বিশেষ ব্যবস্থা চালু রয়েছে।
আলোচনার আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি প্রতীকী গোলাপি শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেয় কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট, গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল, প্রশিকা, ওয়াইডাব্লিউসিএ, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি-বাংলাদেশ, পল্লীমা মহিলা পরিষদ, জামালপুর সমিতি-ঢাকা, রোটারি ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটি, রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটি, ইনার হুইল ক্লাব অব গুলশান লেক সিটি এবং খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল-দিনাজপুরসহ বিভিন্ন সংগঠন।