ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় পার্টির বিষয়ে সিদ্ধান্ত জরুরি : নুরুল হক

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৭:২১ আপডেট: : ২৬ অক্টোবর ২০২৫, ১৮:০৮
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর । ফাইল ছবি

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় পার্টির বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে নির্বাচনে গেলে ফ্যাসিবাদ আবারো ফিরে আসবে। 

তিনি বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিলাম আমরা সবাই মিলে জাতীয় পার্টির বিষয়ে একটা ফয়সালা করতে হবে। কারণ কিছু দিন আগে জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে পারে না। এই কথা বলার পরেও তিনি কিভাবে বাসায় ঘুমাতে পারেন। এটা আমার কাছে বোদগম্য নয়।’
 
নুরুল হক আজ রোববার সকালে রাজধানীর ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় এ সব কথা বলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, মাওলানা আব্দুল হালিম, আমার বাংলাদেশ পার্টিল চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু,  খেলাফত মজলিশের ড. আহমদ আব্দুল কাদির, এনসিপির সদস্য সচিব আকতার হোসেন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়াকার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আকবর খান, জাতীয় গণতান্ত্রিক পার্টি - জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

নুরুল হক নুর আরও বলেন, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। তাদের সহায়তা নিয়েই আওয়ামী লীগ ফ্যাসিস্ট কায়েম করেছিল। জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ার সুযোগ পেলেই তারা আওয়ামী লীগের সহায়তা নিয়ে আন্তর্জাতিকভাবে নির্বাচনকে বানচাল করতে নানা অপকর্ম করার চেষ্টা করবে।  

বক্তব্যের শুরুতে  নুরুল হক নুর ’৭১  থেকে ২০২৪ গণআন্দোলনে সকল শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্বররণ করেন। তিনি ২৪-এর শহীদ পরিবারের অনেক সদস্য আর্থিক সংকটে আছে উল্লেখ করেন। চিকিৎসায় অবহেলার কারণে পঙ্গত্ব বরণ করেছেন। এর দায়ও আমাদের সরকার এড়াতে পারে না। যথাসময়ে চিকিৎসা দিলে তাদের পুঙ্গত্ব বরণ করতে হতো না। এই গণ অভ্যুত্থান একক কোনো রাজনৈতি দলের দ্বারা সংঘটিত হয়নি। সকল দলেরই এখানে অবদান আছে। রাজনৈতিক দলগুলোর চেয়ে বেশি কৃতিত্ব দিতে হবে ফ্যাসিবাদ বিরোধী শ্রমিক কৃষক ও  মেহনতি মানুষের। যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন।

এছাড়া ২০২৩ সালের ২৮ অক্টোবরের পর থেকে বিএনপি নেতা সালাউদ্দিনের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আমাদের পরামর্শ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। আমাদের মিছিলে বিএিনপি ও ছাত্র দলের কর্মীরা যেন থাকেন সেই কথা সংশ্লিষ্টদের  বিলে দিয়েছিলেন। এভাবে তিনি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আমি চাই দল চ্যালেঞ্জের মুখে পড়ুক : লিটন
আঞ্চলিক স্থিতিশীলতায় মালদ্বীপের সঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
কক্সবাজারে সংরক্ষিত বনাঞ্চল ধ্বংসের ঘটনায় মামলা দায়ের 
অর্থনৈতিক উন্নয়নের গ্রহণযোগ্য সমাধান ইনক্লুসিভ ডেভেলপমেন্ট: মান্না
জনসংখ্যা গবেষণা ও পরিকল্পনা প্রণয়নে ঢাবি-ইউএনএফপিএ চুক্তি স্বাক্ষরিত
পরিবহন সেক্টর দেশের অর্থনীতিতে বড় অবদান রেখেছে: এ্যাড. শিমুল বিশ্বাস
শাহজালালে অগ্নিকাণ্ড তদন্তে সহায়তায় ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল
ডলফিন বাঁচলে নদী বাঁচবে, নদী বাঁচলে মানুষও বাঁচবে : পরিবেশ উপদেষ্টা  
গাজাবাসীর জন্য পুনাকের খাদ্য সহায়তা
নেপালের অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় যুক্ত হলেন দুই তরুণ ব্যক্তিত্ব
১০