‘গার্ডিয়ান অফ দ্য আর্থ' পুরস্কার অর্জন করেছে জিইউকে

বাসস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১২:৪৪
‘গ্লোবাল ল থিঙ্কার্স সোসাইটি’ গাইবান্ধা ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা গণউন্নয়ন কেন্দ্রকে ‘গার্ডিয়ান অফ দ্য আর্থ’ পুরস্কার প্রদান করেছে। ছবি: সংগৃহীত

গাইবান্ধা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস): ‘গ্লোবাল ল থিঙ্কার্স সোসাইটি’ গাইবান্ধা ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা গণউন্নয়ন কেন্দ্র (জিইউকে) কে ‘গার্ডিয়ান অফ দ্য আর্থ’ পুরস্কার প্রদান করেছে।

দেশের উত্তরাঞ্চলে দুর্গম চরাঞ্চলের বাসিন্দাদের উন্নয়ন, ক্ষমতায়ন এবং টেকসই পরিবর্তনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জিইউকে এই পুরস্কার অর্জন করে।

জিইউকে-এর প্রধান নির্বাহী আবদুস সালাম গত ২৫ অক্টোবর ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার গ্রহণ করেন।

বাংলাদেশে ব্রুনাই দারুসসালামের রাষ্ট্রদূত হারিস বিন হাজি ওসমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে জিইউকে প্রধান এম. আব্দুস সালামের হাতে পুরস্কারটি তুলে দেন।

পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় এম. আব্দুস সালাম এই অর্জনকে দুর্গম চরাঞ্চলের মানুষের প্রতি জিইউকে-র দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতি এবং নিষ্ঠার স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, এই অর্জন তাকে এবং তার কর্মীদের উত্তরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আরও উন্নয়নমূলক কাজ করতে অনুপ্রাণিত করবে। যাতে তাদের জীবনযাত্রার মান পরিবর্তন করা যায়।

এ অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের পাঁচটি দেশের বিভিন্ন সংস্থা এবং ব্যক্তিকে পুরস্কার প্রদান করা হয়। অন্যান্যদের মধ্যে খ্যাতিমান বাংলাদেশী অভিনেত্রী জয়া আহসান পুরস্কার পেয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন বিশিষ্ট স্থানীয় ও বিদেশী ব্যক্তিত্বকে পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, জিইউকে গত ৪০ বছর ধরে উত্তরাঞ্চলের অতি দরিদ্র, পিছিয়ে পড়া এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানে এক লাখ দক্ষ কর্মী নিয়োগ, প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ
মাদারীপুরের ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর এলাকায় অনুষ্ঠিত হলো মহাহরিনাম যজ্ঞানুষ্ঠান
গাজীপুরের শ্রীপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
চুয়াডাঙ্গায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
সরকারি খরচায় লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৯৭৯১ জনকে আইনি সহায়তা প্রদান
ফরাসি ফার্স্ট লেডির অনলাইন হয়রানির ঘটনায় ১০ জনের বিচার শুরু
ক্যামেরুনে নির্বাচনী সহিংসতায় বিরোধী দলের ৪ জন নিহত 
মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
আর্জেন্টিনার মিলেই’র ‘নিরঙ্কুশ বিজয়ে’ ট্রাম্পের অভিনন্দন
১০