দুর্নীতি প্রতিরোধে চুয়াডাঙ্গাবাসীকে ভূমিকা রাখতে হবে : দুদক চেয়ারম্যান

বাসস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৪:১৫
দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। ফাইল ছবি

চুয়াডাঙ্গা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : নিজের জেলার দুর্নীতি প্রতিরোধে চুয়াডাঙ্গাবাসীকেই অগ্রণী ভূমিকা রাখার আহবান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। 

সোমবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সাহিত্য মঞ্চে অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের ১৮৮তম গণশুনানিতে দুদক চেয়ারম্যান একথা বলেন।

তিনি আরও বলেন, আমরা চুয়াডাঙ্গা এসেছি, এটি সৌভাগ্যের বিষয় নয়। বরং আমাদের এখানে আসা প্রমাণ করে যে এখনও দুর্নীতি রয়েছে। যদি চুয়াডাঙ্গায় দুর্নীতি প্রতিরোধের প্রয়োজন না পড়ত, সেটাই হত প্রকৃত সৌভাগ্য।

ড. মোমেন বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রধান দায়িত্ব জনগণের সেবা নিশ্চিত করা। দুর্নীতিমুক্ত দেশ গড়াই সকলের লক্ষ্য হওয়া উচিত।

'সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ'—এই স্লোগানে আয়োজিত গণশুনানির আয়োজন করে সমন্বিত দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ কার্যালয়, চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি।

সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনা বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক জালাল উদ্দীন আহম্মদ।

আরও বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, মহাপরিচালক আক্তার হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের।

গণশুনানিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে নাগরিকরা দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।

শুনানির শুরুতেই জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মহসিন আলী, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী মো. জিয়া উদ্দিন আহম্মদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস এবং দায়িত্বরত চিকিৎসক ডা. অনিক—এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উপস্থাপন করা হয়।

দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন শুনানিতে উপস্থিত থেকে প্রত্যেকটি অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্পষ্ট ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম যাতে না ঘটে সেজন্য সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও চিকিৎসককে সতর্ক করেন তিনি।

এছাড়া, চুয়াডাঙ্গা সাব-রেজিস্ট্রার অফিস ও পৌরসভার বিরুদ্ধে জমি নিবন্ধন, অবকাঠামো নির্মাণ ও কর আদায় সংক্রান্ত একাধিক অভিযোগও গণশুনানিতে তোলা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম, নয়ন কুমার রাজবংশী, চার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সাংবাদিক ও স্থানীয় জনগণ।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু কমিশনের একার দায়িত্ব নয়; এটি জনগণের আন্দোলন হতে হবে। জনসম্পৃক্ততা যত বাড়বে, তত দ্রুত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় বাংলাদেশ-আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন
জেমিসনের বদলি টিকনার
সাবেক যুগ্ম সচিব কিবরিয়ার পাঁচ ব্যাংক হিসাব অবরুদ্ধ
আইডি নম্বরের ভুলে প্রাথমিকে বৃত্তির টাকা পাচ্ছে না গঙ্গাচড়ার ২৯ শিক্ষার্থী
প্রতিষ্ঠানের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে রাখতে হবে: ফায়ার সার্ভিস ডিজি
ইসরাইলি হামলায় তিনজন নিহত: লেবানন
জাপানে পৌঁছেছেন ট্রাম্প, দেখা করবেন সম্রাটের সঙ্গে 
ভেনেজুয়েলার কাছে ত্রিনিদাদ ও টোবাগোতে মার্কিন যুদ্ধজাহাজ
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি: সালাহউদ্দিন
চার মাসে মোংলায় নোঙর করেছে ২৫৫টি বিদেশি জাহাজ
১০