রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগের ৮ জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৬:১৬

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো— ফেনী জেলার দাগনভূঁইয়া থানার আলিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন (২৫), ফেনী জেলার দাগনভূঁইয়া থানা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আদনান পিপুল (২৫), তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য মো. আসিবুল হক অর্নব (২৫), ফেনী জেলার দাগনভূঁইয়া থানার পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব রহিম পলক (২৫), ফেনী জেলার ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সদস্য সাকের আলম (২৪), চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মো. জহুরুল ইসলাম (৪৩), যাত্রাবাড়ী ইউনিট ৬৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোকাররম হোসেন (৪৮) ও ওয়ারী থানা ৩৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন রহমান (৪৮)।

ডিবি সূত্রে জানা যায়, রোববার ডিবি উত্তরা বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন কাদেরাবাদ হাউজিং এলাকা থেকে একরাম হোসেন, আদনান পিপুল, মো. আসিবুল হক অর্নব, সজিব রহিম পলক ও সাকের আলমকে গ্রেফতার করে।

একই দিন ডিবি-রমনা বিভাগের একটি টিম রাজধানীর গাবতলী এলাকা থেকে মো. জহুরুল ইসলামকে এবং ডিবি-মতিঝিল বিভাগ যাত্রাবাড়ী থানা এলাকা থেকে মোকাররম হোসেনকে গ্রেফতার করে। 

এছাড়াও ইয়াসমিন রহমানকে টিকাটুলি কে এম দাস লেন  এলাকা থেকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম।

এতে আরও বলা হয়, গ্রেফতারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ ঘোষিত সহযোগী সংগঠনের ব্যানারে ঢাকা শহরের বিভিন্ন স্থানে একাধিকবার মিছিল ও সংগঠিত কার্যক্রম পরিচালনা করেছে। 

 গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের খাদ্য নিরাপত্তায় কৃষকরা সম্মুখসারির যোদ্ধা : খাদ্য উপদেষ্টা
বিএফভিপিইএ সভাপতি জাহাঙ্গীর হোসেনের ১৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
বরিশালকে হারিয়ে এনসিএল শুরু খুলনার
বিলিয়নিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিলেন চেক প্রেসিডেন্ট
স্টারমারের সফরে ইউরোফাইটার ক্রয় চুক্তিতে নজর তুরস্কের
২০২৮ সালের নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট পদে লড়বেন না ট্রাম্প
বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও দৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত   
২০২১ সালের পর ২৮টি ‘কার্বন বোমা’ প্রকল্প চালু হয়েছে: এনজিওগুলোর সতর্কতা
নেপালের আমা দাবলাম পর্বতে দুই পর্বতারোহীর মৃত্যু
মধ্য এশিয়ার নেতাদের নিয়ে শীর্ষ বৈঠক আয়োজন করবেন ট্রাম্প
১০