নেপালের আমা দাবলাম পর্বতে দুই পর্বতারোহীর মৃত্যু

বাসস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৮:৪৩

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : নেপালের খুম্বু অঞ্চলে অবস্থিত দুর্গম আমা দাবলাম পর্বতে অভিযান চালানোর সময় ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার দুই পর্বতারোহীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পর্যটন বিভাগের পরিচালক হিমাল গৌতম।

কাঠমাণ্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

পর্যটন বিভাগ সূত্রে জানা যায়, ফরাসি পর্বতারোহী হুগো লুসিও কোলোনিয়া লাজারো (৬৫) গত সপ্তাহে ৬ হাজার ৮১২ মিটার (২২ হাজার ৩৪৯ ফুট) উচ্চতার শৃঙ্গ থেকে নামার সময় অসুস্থ হয়ে পড়েন। তাকে বুধবার হেলিকপ্টারে কাঠমান্ডুতে আনা হলে পরদিন তিনি মৃত্যুবরণ করেন।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার পর্বতারোহী হং খাই পার্ক (৬৬) শনিবার ক্যাম্প ১ ও ক্যাম্প ২-এর মাঝামাঝি অবস্থানে আরোহণের সময় মৃত্যুবরণ করেন। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

পর্যটন বিভাগের পরিচালক গৌতম বলেন, ‘আমাদের বিভাগ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করছে যাতে তাদের মরদেহ নিজ নিজ দেশে ফেরত পাঠানো যায়।’

প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং হিসেবে পরিচিত আমা দাবলাম পর্বতের ঢালগুলো অত্যন্ত খাড়া, যা পর্বতারোহীদের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। সাধারণত আগস্টের শেষ থেকে নভেম্বর পর্যন্ত এখানে পর্বতারোহণ চলে। এই শরৎ মৌসুমে প্রায় ৪০০ পর্বতারোহী আমা দাবলাম আরোহণ করেছেন।

উল্লেখ্য, বিশ্বের ১০টি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে ৮টি নেপালে অবস্থিত। প্রতি বছর শত শত পর্বতারোহী নেপালে অভিযান চালাতে আসেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে চীন: মজিবুর রহমান মঞ্জু
জনদুর্ভোগ ও অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানে দুদকের অভিযান
গাজার সীমান্তবর্তী এলাকা থেকে জরুরি অবস্থা তুলে নিল ইসরাইল
দুদকের তদন্তে ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের বিপুল সম্পদের তথ্য উদঘাটন
আমদানি পণ্যের সুরক্ষায় যৌথ পদক্ষেপ বিজিএমইএ-বিকেএমইএ’র
পুলিশের গুলিতে আমার মা মারা যায়, ছেলে প্যারালাইজড: ট্রাইবুনালে আবেগাপ্লুত সাক্ষী মোস্তাফিজ
জিশানের হাফ-সেঞ্চুরিতে লিড নিল ঢাকা
এনসিএলের ম্যাচ চলাকালীন মারা গেছেন বরিশালের ফিজিও হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু কাল
অ্যাডভোকেট মোসাদ্দেক বশিরের দাফন সম্পন্ন 
১০