মধ্য এশিয়ার নেতাদের নিয়ে শীর্ষ বৈঠক আয়োজন করবেন ট্রাম্প

বাসস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৮:৪২

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে মধ্য এশিয়ার নেতাদের নিয়ে একটি শীর্ষ বৈঠক আয়োজন করতে যাচ্ছেন।

বিশকেক থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইউক্রেনে হামলার পর  সাবেক পাঁচটি সোভিয়েত রাষ্ট্রে রাশিয়ার প্রথাগত আধিপত্য প্রশ্নবিদ্ধ হয়েছে। ফলে চীন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র তিন পক্ষই এ অঞ্চলে নিজেদের কূটনৈতিক ও অর্থনৈতিক উপস্থিতি জোরদার করতে চাইছে।

হোয়াইট হাউস এখনো আনুষ্ঠানিকভাবে বৈঠকের পরিকল্পনা সম্পর্কে কিছু জানায়নি। তবে কাজাখস্তানের প্রেসিডেন্ট রোববার বলেছেন, আগামী ৬ নভেম্বর ওয়াশিংটনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার কিরগিজস্তানের প্রেসিডেন্টও তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

অন্য তিন দেশ- তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের নেতারা এখনো অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেননি।

ইউরোপীয় ইউনিয়নের সমান আয়তনের এই পাঁচটি দেশ মিলিয়ে মোট জনসংখ্যা মাত্র ৮ কোটি। অঞ্চলটির অধিকাংশ এলাকা পাহাড় ও মরুভূমি দ্বারা আচ্ছাদিত হলেও এটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। সেখানে বিরল খনিজ পদার্থও রয়েছে।

এ অঞ্চলের নেতারা ঐতিহাসিক পূর্ব-পশ্চিম বাণিজ্যপথের কেন্দ্র হিসেবে মধ্য এশিয়ার ভূমিকা পুনরুজ্জীবিত করতে সমন্বিতভাবে কাজ করার চেষ্টা করছেন।

যুক্তরাষ্ট্রের এই শীর্ষ সম্মেলনের আগে চলতি বছর এপ্রিল মাসে ইউরোপীয় ইউনিয়ন, জুনে চীন এবং চলতি মাসের শুরুতে রাশিয়ার সঙ্গে মধ্য এশীয় নেতাদের অনুরূপ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে চীন: মজিবুর রহমান মঞ্জু
জনদুর্ভোগ ও অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানে দুদকের অভিযান
গাজার সীমান্তবর্তী এলাকা থেকে জরুরি অবস্থা তুলে নিল ইসরাইল
দুদকের তদন্তে ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের বিপুল সম্পদের তথ্য উদঘাটন
আমদানি পণ্যের সুরক্ষায় যৌথ পদক্ষেপ বিজিএমইএ-বিকেএমইএ’র
পুলিশের গুলিতে আমার মা মারা যায়, ছেলে প্যারালাইজড: ট্রাইবুনালে আবেগাপ্লুত সাক্ষী মোস্তাফিজ
জিশানের হাফ-সেঞ্চুরিতে লিড নিল ঢাকা
এনসিএলের ম্যাচ চলাকালীন মারা গেছেন বরিশালের ফিজিও হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু কাল
অ্যাডভোকেট মোসাদ্দেক বশিরের দাফন সম্পন্ন 
১০