ভেনেজুয়েলার কাছে ত্রিনিদাদ ও টোবাগোতে মার্কিন যুদ্ধজাহাজ

বাসস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৬:৫১

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : ভেনেজুয়েলার উপকূলের কাছে যৌথ মহড়ার জন্য রোববার একটি মার্কিন যুদ্ধজাহাজ ত্রিনিদাদ ও টোবাগোতে পৌঁছেছে। কারণ ওয়াশিংটন মাদক পাচারকারী এবং ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়িয়েছে। 

পোর্ট অব স্পেন থেকে এএফপি এ খবর জানায়।

ত্রিনিদাদ সরকার বৃহস্পতিবার ঘোষণা করেছে, ইউএসএস গ্রেভলি রাজধানী পোর্ট অব স্পেনে নোঙ্গর করেছে।

বৃহস্পতিবার পর্যন্ত এটি ছোট ক্যারিবিয়ান দেশটিতে অবস্থান করবে। এই সময়কালে মার্কিন মেরিনদের একটি দল স্থানীয় প্রতিরক্ষা বাহিনীর সাথে যৌথ প্রশিক্ষণ পরিচালনা করবে।

এই মহড়াগুলো ল্যাটিন আমেরিকার মাদক পাচারকারী সংগঠনগুলোর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান সামরিক অভিযানের অংশ, যা বিশেষ করে ট্রাম্পের চিরশত্রু মাদুরোকে টার্গেট করে তৈরি করা হয়েছে।

মার্কিন বাহিনী মাদক পাচারকারী বলে দাবি করা কমপক্ষে ১০টি নৌকা উড়িয়ে দিয়েছে। এতে ৪৩ জন নিহত হয়েছে এবং ট্রাম্প ভেনেজুয়েলায় সন্দেহভাজন কার্টেলদের ওপর স্থল হামলার হুমকিও দিয়েছেন।

ট্রাম্পের দীর্ঘদিনের শত্রু মাদুরোকে তিনি উৎখাত করার লক্ষ্যে ‘ভোট জালিয়াতি’ করার অভিযোগ করেছেন। গত বছরের পুনর্নির্বাচনে ব্যাপকভাবে জালিয়াতি হয়েছে বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শুক্রবার পেন্টাগন বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে এই অঞ্চলে মোতায়েনের নির্দেশ দেওয়ার পর এই অচলাবস্থা তীব্রতর হয়।
ট্রাম্প ভেনেজুয়েলার বিরুদ্ধে সিআইএ অভিযানেরও অনুমোদন দিয়েছেন।

আমেরিকান হামলার তীব্র সমালোচক কলম্বিয়ার গুস্তাভো পেট্রো এই অচলাবস্থার কারণে শুক্রবার ওয়াশিংটন মাদক পাচারকে জোরদার করতে দেওয়ার অভিযোগে পেট্রোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

ওয়াশিংটন অভিযোগের কোনো প্রমাণ না দিয়ে মাদুরো এবং পেট্রো উভয়কেই ‘মাদক সন্ত্রাসী’ বলে অভিযুক্ত করেছে।

আগস্ট মাসে, ওয়াশিংটন মাদকবিরোধী অভিযানের জন্য আটটি মার্কিন নৌবাহিনীর জাহাজ, ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান এবং একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের একটি বহর এই অঞ্চলে মোতায়েন করেছিল। ১৯৮৯ সালে পানামা আক্রমণের পর থেকে এই অঞ্চলে এটিই সবচেয়ে বড় সামরিক শক্তি।

১৪ লক্ষ মানুষের একটি যমজ দ্বীপরাষ্ট্র ত্রিনিদাদ ও টোবাগোতে, কেউ কেউ তাদের সরকারের মার্কিন অভিযানের প্রতি সমর্থন জানিয়েছেন। কিন্তু অন্যরা ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ার বিষয়ে উদ্বিগ্ন।

৬৪ বছর বয়সী ড্যানিয়েল হোল্ডার রাস্তাফারিয়ান, এএফপি’কে বলেছেন, ‘যদি ভেনেজুয়েলা এবং আমেরিকার সাথে কিছু ঘটে, তাহলে আমরা যারা এর উপকণ্ঠে বাস করি যে কোনো সময় হামলার শিকার হতে পারি।’

তিনি আরো বলেছেন, ‘আমি আমার দেশকে এর অংশ হওয়ার বিরুদ্ধে’।

৩৮ বছর বয়সী কাঠমিস্ত্রি ভিক্টর রোজাস গত আট বছর ধরে ত্রিনিদাদ ও টোবাগোতে বসবাস করছেন। তিনি বলেছেন, তিনি তার পরিবারের জন্য চিন্তিত।

তিনি মাদুরোর অধীনে দেশের অর্থনৈতিক পতনের কথা উল্লেখ করে বলেছেন, ‘ভেনেজুয়েলা এখনই আক্রমণের মুখোমুখি হওয়ার মতো অবস্থায় নেই’।

অক্টোবরের মাঝামাঝি সময়ে ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসা একটি জাহাজে হামলায় দুই ত্রিনিদাদীয়ান পুরুষ নিহত হন।

নিহতদের একজনের মা জোর দিয়ে বলেছেন’, ‘তিনি একজন জেলে ছিলেন, মাদক পাচারকারী নন’।

স্থানীয় কর্তৃপক্ষ এখনো তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অষ্টম মেয়াদে ক্যামেরুনের প্রেসিডেন্ট হলেন পল বিয়া
তৃতীয় দিনে আফগানিস্তান-পাকিস্তান শান্তি আলোচনা, ‘সংলাপ ও বোঝাপড়ার’ আহ্বান কাবুলের
বাগেরহাটে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ 
ঘূর্ণিঝড় ‘মেলিসা’ ৫ম ক্যাটাগরিতে পরিণত হয়ে জ্যামাইকার দিকে যাচ্ছে
বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ
ঘূর্ণিঝড় 'মোন্থা': দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ও অবৈধ অস্ত্র সহ আটক ২ 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের তেলমন্ত্রীর সাক্ষাৎ
হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই
বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগ নিশ্চিহ্নের পথে: ড. মঈন খান
১০