সিইসির কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা সুপারিশ

বাসস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৪:৫৫
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এ. এম. এম. নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে দাবি তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক এবং পরে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি : বাসস

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের সর্বোচ্চ ব্যয় সীমা না বাড়ানো, ৩০০ আসনেই না ভোটের ব্যবস্থা নিশ্চিত করাসহ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)’র কাছে ৩১ দফা সুপারিশ জমা দিয়েছে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এ. এম. এম. নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এসব দাবি তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল।

তিনি বলেন, কালো টাকার খেলা বন্ধ করা না হলে নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না। নির্বাচন কমিশনের সক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

দলটির প্রস্তাবে জামানতের পরিমাণ ৫০ হাজার টাকায় নামিয়ে আনা এবং প্রার্থীদের ব্যয় সীমা ২৫ লাখ টাকার কম করার দাবি জানানো হয়েছে। এছাড়া ৩১ দফার মধ্যে রয়েছে— ইসি কর্তৃক সমন্বিত যৌথ প্রচারের ব্যবস্থা, সামাজিক যোগাযোগ মাধ্যম ও এআই কনটেন্টের মাধ্যমে অপতৎপরতা ও ভুয়া তথ্য প্রচারে কঠোর নিয়ন্ত্রণ, দ্বৈত নাগরিকদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও ভোটদানে নিষিদ্ধ করা।

এছাড়া, প্রবাসীরা যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করা, ভোট দেয়ার ক্ষেত্রে যে কোনো বাধাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা এবং ভোট গণনা ও ফলাফল ঘোষণার প্রক্রিয়াকে পুরোপুরি স্বচ্ছ করার দাবি রাখা হয়েছে। গুরুতর অনিয়ম বা জ্বালিয়াতির কারণে নির্দিষ্ট কেন্দ্রের পাশাপাশি পুরো আসনের নির্বাচন বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের থাকতে হবে এমন দাবিও করা হয়।

সাইফুল হকের নেতৃত্বে দলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাপানে দক্ষ কর্মী পাঠাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার বাংলাদেশের
লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 
রেকর্ড উষ্ণতম অক্টোবর দেখলো হংকং
জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় ৪০৩ ছাত্রলীগ নেতাকে শোকজ
বিমানের জন্য এয়ারবাসের প্রস্তাবে ইউরোপীয় চার দূতের সমর্থন 
জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা 
টানা দ্বিতীয় ড্র ময়মনসিংহ ও রংপুরের
সালমানের সেঞ্চুরিতে প্রথম ড্র’র স্বাদ নিল বরিশাল
মুশফিকের সেঞ্চুরির ম্যাচে টানা দ্বিতীয় ড্র সিলেটের
ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪০
১০