দ্বীনের ব্যাপারে সিদ্ধান্ত আলেম-ওলামাদের পক্ষ হতে আসা প্রয়োজন: ধর্ম উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০০:১৭
ছবি : বাসস

ঢাকা, ২২ নভেম্বর ২০২৫ (বাসস) : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দ্বীনের ব্যাপারে সিদ্ধান্ত ওলামাদের পক্ষ থেকে আসা প্রয়োজন।

শনিবার ঢাকায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের শফিউর রহমান অডিটোরিয়ামে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমি সবসময় আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকার পক্ষে। আলাদা হয়ে গেলে আমাদের অস্তিত্ব সংকটে পড়বে। এজন্য আলেম-ওলামাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। একে অন্যকে সম্মান করতে হবে। 

তিনি আলেমসমাজকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার অনুরোধ জানান। এছাড়া, অনুমাননির্ভর কথা বলা হতে বিরত থাকারও অনুরোধ করেন তিনি।

মোড়ক উন্মোচিত স্মারকগ্রন্থের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. স্মারকগ্রন্থটি বাঙালি জাতির ইতিহাসে এক উল্লেখযোগ্য সংযোজন। এ স্মারকগ্রন্থে বিশিষ্ট ওলামায়ে কেরামরা তাদের অভিব্যক্তি প্রকাশের প্রয়াস পেয়েছেন। এ স্মারক প্রকাশনা আগামী প্রজন্মের আলেম-ওলামাদেরকে অনুপ্রেরণা জোগাবে, নতুন আলোর দিশা দেবে।
আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের মহাপরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান বক্তৃতা করেন।

উল্লেখ্য, মাওলানা আযহার আলী আনোয়ার শাহ রহ. স্মারকগ্রন্থটি সম্পাদনা করেছেন নোয়াখালীর চৌমুহনী সরকারি এসএ কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর আহমাদ মিয়া। এটির প্রকাশক আল জামিয়াতুল ইমদাদিয়া প্রকাশনা বিভাগ এবং প্রচ্ছদ এঁকেছেন হাশেম আলী। আজ এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন বাণিজ্য সম্পর্ক দ্রুত সম্প্রসারণের পথে: সিইএবি সভাপতি
হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির তিন মামলার রায় ২৭ নভেম্বর
গুম মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হলেন জেড আই খান পান্না
পরিবর্তনের সুযোগ এসেছে, আসুন সবাই কাজে লাগাই : মজিবুর রহমান মঞ্জু
বগুড়ায় হৃদরোগীর চিকিৎসায় অর্থ সহায়তা দিলেন তারেক রহমান
ঋণ বিতরণে অনিয়মের অভিযোগে লংগদুতে দুদকের অভিযান
ভূমিকম্পের জন্যে আগাম সতর্কীকরণ অ্যাপ তৈরির পরিকল্পনা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফ্রান্সে নারীর প্রতি সহিংসতা বন্ধে হাজারো মানুষের বিক্ষোভ
বাংলাদেশে কারখানা স্থাপনে জাপানি কোম্পানির প্রতি আহ্বান রাষ্ট্রদূতের
১০