হিমালয় থেকে আসা বিপন্ন প্রজাতির শকুন কুড়িগ্রামে উদ্ধার 

বাসস
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩১
বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম ধনিরাম সরকার পাড়া এলাকায় বাঁশঝাড়ের নিচে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিপন্ন প্রজাতির শকুনটিকে উদ্ধার করেন। ছবি: বাসস

কুড়িগ্রাম, ৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিপন্ন প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভারতের হিমালয় অঞ্চল থেকে খাবারের সন্ধানে বা পথভ্রষ্ট হয়ে শকুনটি এখানে চলে এসেছে।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম ধনিরাম সরকার পাড়া এলাকায় বাঁশঝাড়ের নিচে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা শকুনটিকে উদ্ধার করে।

প্রচণ্ড শীত ও দুর্বলতার কারণে শকুনটি নিচে পড়ে যেতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী। খবর ছড়িয়ে পড়তেই একনজর দেখতে শিশু-কিশোরসহ উৎসুক জনতার ভিড় জমে।

স্থানীয় আতিকুর রহমান জানান, সকালে বাঁশঝাড়ে শকুনটিকে পড়ে থাকতে দেখি। পরে সেটিকে উদ্ধার করে প্রাণিসম্পদ অফিসে নেওয়া হয়।

ফুলবাড়ী প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক জানান, শকুনটি বয়স্ক। ধারণা করা হচ্ছে ভারতের হিমালয় অঞ্চল থেকে খাবারের সন্ধানে বা পথভ্রষ্ট হয়ে এখানে চলে এসেছে। এর শরীরে শুকনো ঘা রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিকেলে রংপুর বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশে শকুন এখন অতি বিপন্ন প্রজাতির তালিকায়। দীর্ঘদিন ধরে খাদ্যের অভাব, পরিবেশগত বিপর্যয় ও মানুষের নানা কর্মকাণ্ডে এ বিরল প্রজাতিটি বিলুপ্তির পথে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইরাকের সাবেক প্রেসিডেন্টকে ইউএনএইচসিআর-এর নতুন প্রধান ঘোষণা
জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য ধ্বংস ও দূষণ মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান বাংলাদেশের
ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলবেন আফগানিস্তানের গুরবাজ
সাতক্ষীরায় সুন্দরবনে অবৈধ শিকারের সরঞ্জাম জব্দ, আটক ৩ 
ঢাবি ইতিহাস বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৯তম পুনর্মিলনী অনুষ্ঠিত
ভাসানী ছিলেন স্বতন্ত্র রাজনৈতিক দর্শন ও সংগ্রামের এক অনন্য ব্যক্তিত্ব : ফখরুল
তুর্কমেনিস্তান-শীর্ষ বৈঠকে রুশ, তুর্কি ও ইরানি নেতারা মিলিত
বড় জয় দিয়ে শুরু ভারত ও পাকিস্তানের
কুমিল্লায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে নামছে বাংলাদেশ
১০