ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে নাগরিক সমাবেশ কাল

বাসস
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১৯:৫০

ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : শরিফ ওসমান হাদিকে গুলিবর্ষণের প্রতিবাদে ‘বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণ প্রতিরোধ’ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। 

আগামীকাল (শনিবার) বেলা ১২টায় রাজধানীর শাহবাগে জুলাই মিনার প্রাঙ্গণে এ সমাবেশ শুরু হবে।

আয়োজকরা আরও বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করার ঘটনা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক নিরাপত্তার ওপর ভয়াবহ আঘাত। এর প্রতিবাদে সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই ক্ষোভ ও প্রতিবাদের ভিত্তিতেই সাধারণ নাগরিকদের উদ্যোগে এ সমাবেশ আহ্বান করা হয়েছে।

তারা জানান, দেশের গণতান্ত্রিক ধারাকে নির্বিঘ্ন রাখতে এবং রাজনৈতিক ভিন্নমত দমনে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে সক্রিয় নাগরিকদের উপস্থিতি অত্যন্ত জরুরি। 

আয়োজকরা বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নিরাপত্তা নিশ্চিতে সমাবেশ থেকে সরকারের কাছে জোর দাবি জানানো হবে।

সমাবেশ সফল করতে সকল সচেতন নাগরিক, শিক্ষার্থী, যুবসমাজ ও পেশাজীবীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
শিল্পকলায় আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘কাশেম মালার প্রেম’
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ ন্যাপের উদ্বেগ ও নিন্দা
ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা
জার্মানির ফ্রাঙ্কফুর্টে হেইমটেক্সটিল ২০২৬ -এ অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ
কুমিল্লায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ 
আকাশ-জারিফের নৈপুণ্যে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
১০