
ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে এবং তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।
আজ বাদ মাগরিব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে শরীফ ওসমান হাদির সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।
মোনাজাতে তিনি মহান আল্লাহর দরবারে হাদির সুস্থতা ও দ্রুত নিরাময়ের জন্য ফরিয়াদ জানান। আলী আহসান জুনায়েদ তার মোনাজাতে বলেন, ‘বাংলাদেশের জন্য শরীফ ওসমান হাদির মতো একজন সংগ্রামী ও সাহসী যোদ্ধা খুবই প্রয়োজন। আমরা মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, তিনি যেন হাদি ভাইকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।’
দোয়া মাহফিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
এর আগে হাদির ওপর হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে সংগঠনটি।