বাসস
  ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৩

ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া ওয়ানডে দলে কনোলি-ডোয়ার্শিস

লন্ডন, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : প্রায় দুই মাস আগে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে বেশ কিছু পরিবর্তন এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ওয়ানডে সিরিজের দলে সুযোগ পেয়েছেন ব্যাটিং অলরাউন্ডার কুপার কনোলি ও পেসার বেন ডোয়ার্শিস। রিজার্ভ তালিকায় দলের সাথে রাখা হয়েছে তরুণ পেসার মাহলি বিয়ার্ডমানকে।
এবারের যুক্তরাজ্য সফরে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় কনোলির। এরপর ইংল্যান্ড সিরিজে ১টি ম্যাচ খেলেছেন তিনি। ২ ম্যাচে ৫ ওভারে ৪৫ রান দিয়ে কোন উইকেট পাননি । টি-টোয়েন্টি পর প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পেলেন কোনোলি।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন ইনজুরিতে মাঠের বাইরে ছিটকে পড়েন নাথান এলিস, রাইলি মেরেডিথ ও জেভিয়ার বার্টলেট। তাদের শূন্যস্থান পূরণে দলে নেওয়া হয়েছে ডোয়ার্শিস ও বিয়ার্ডমানকে। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তার। ২০২২ সালের এপ্রিলে অভিষেকের পর ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। পেস বিভাগে ভারসাম্য আনতেই দলে নেওয়া হয়েছে ডোয়ার্শিসকে।
দেশ থেকে ইংল্যান্ডে উড়িয়ে আনলেও রিজার্ভ তালিকায় রাখা হয়েছে ১৯ বছর বয়সী বিয়ার্ডমানকে। সিনিয়রদের ঘরোয়া প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাত্র ৬ ওভার বল করে ৪২ রানে ১ উইকেট নিয়েছেন তিনি। এ বছর দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ^কাপের ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার বিয়ার্ডমান। ঐ ম্যাচে ভারতকে ৭৯ রানে হারিয়ে শিরোপা জিতে অসিরা।
আগামী বৃহস্পতিবার নটিংহামে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সিরিজের বাকি চার ম্যাচ হবে যথাক্রমে- ২১, ২৪, ২৭ ও ২৯ সেপ্টেম্বর।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার পরিবর্তিত দল : মিচেল মার্শ (অধিনায়ক), সিন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ার্শিস, ক্যামেরন গ্রিন, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, জশ ইংলিস, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, এডাম জাম্পা।
রিজার্ভ : মাহলি বিয়ার্ডমান।