বাসস
  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২০:১২

আলেক্সান্দার-আর্নল্ডের ডিফেন্সিভ ভূমিকার প্রশংসায় লিভারপুল বস

লন্ডন, ২৪ সেপ্টেম্বর ২০২৪ (বাসস/এএফপি) : সারা জীবন ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড একজন ভাল ডিফেন্ডার হিসেবে বিবেচিত হবেন বলে মন্তব্য করেছেন লিভারপুল বস আর্নে স্লট। যদিও লিভারপুলের এই রাইট-ব্যাক কখনো কখনো তার আগ্রাসী ভূমিকার জন্যও প্রশংসিত হয়েছেন। 
২৫ বছর বয়সী আলেক্সান্দার-আর্নল্ড এ্যানফিল্ডের সাথে তার চুক্তির শেষ বছরে রয়েছেন।  তিনি নিজে অবশ্য ডিফেন্ডারের চেয়ে ভাল আক্রমণকারী এই উপলব্ধিটি "কঠোর" বলে বিশ্বাস করেন। এ্যানফিল্ডের যুব দল থেকে উঠে আসা আলেক্সান্দার-আর্নল্ডের সাথে রিয়াল মাদ্রিদের আলোচনার জোড় গুঞ্জন রয়েছে। স্লটের অধীনে নিজেকে সুবিধাজনক অবস্থানে অনুভব করছেন আলেক্সান্দার-আর্নল্ড। জার্গেন ক্লপের স্থলাভিষিক্ত স্লট খুব বেশীদিন হয়নি লিভারপুলের দায়িত্ব নিয়েছেন। 
শনিবার বোর্নমাউথের বিরুদ্ধে ৩-০ গোলের জয়ের পর আলেক্সান্দার-আর্নল্ড বলেছেন, ‘আমরা টার্গেট সম্পর্কে কথা বলেছি। আমি কোচকে বলেছি ডিফেন্ডার হিসেবে খেলতেই আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। তারপরও কখনো কখনো উপরে উঠে খেলতে হয়েছে। আমার জন্য বিষয়টা মাঝে মাঝে কিছুটা কঠিন হয়ে উঠতো। এ্যাটাকাররাও আলোচনার সময় একথা স্বীকার করেছে।’
স্লট এ সম্পর্কে বলেছেন, ‘আমার কাছে এটা অন্তত স্পষ্ট যে আলেক্সান্দার-আর্নল্ড একজন ভাল ডিফেন্ডার। বলের সাথে সবসময়ই সে বিশেষ কিছু করতে চায়। এর কারন হচ্ছে ম্যাচে সে শতভাগ মনোযোগী থাকে। সে কারনেই আমরা বিষয়টি নিয়ে অনেক কথা বলছি। ম্যাচের প্রতিটি মুহূর্তেই সে নিজেকে ব্যস্ত রাখে। এমনকি বল তার থেকে অনেক দুরে থাকলেও। গত তিন মাসে আমি তাকে রক্ষনভাগের কোন কিছু নতুন করে শিখাইনি। সে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে। সে কারনেই ম্যাচের জন্য সম্ভাব্য সেরাটা দেবার প্রয়োজনে যা কিছু করা দরকার সেটা সে জানে ও করে থাকে।’