বাসস
  ০৩ অক্টোবর ২০২৪, ১৯:৪২

ডার্বি গোলযোগে এ্যাথলেটিকোর স্টেডিয়ামের একাংশে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা

মাদ্রিদ, ৩ অক্টোবর ২০২৪ (বাসস/এএফপি) : রিয়াল মাদ্রিদের বিপক্ষে ডার্বিতে সমর্থকদের উচ্ছৃঙ্খল আচরনের কারনে লা লিগায় আগামী তিন ম্যাচে এ্যাথলেটিকো মাদ্রিদের হোম গ্রাউন্ড এস্তাদিও মেট্রোপলিটানোর একাংশে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি। 
বিশেষ করে মেট্রোপলিটানো স্টেডিয়ামে ফোন্ডো সুর নামে পরিচিত স্ট্যান্ডে কোন দর্শক প্রবেশ করতে পারবে না। এই অংশটি থেকেই গোলযোগের সূত্রপাত হয়েছিল। 
ডার্বি ম্যাচে রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কুর্তোয়াকে লক্ষ্য করে কিছু সমর্থক বিভিন্ন ধরনের দ্রব্য ছুঁড়ে মারে। যদিও এর মধ্যে একটিও কুর্তোয়ার গায়ে লাগেনি। কিন্তু এ কারনে ম্যাচটি ১৫ মিনিট সাময়িক বন্ধ ছিল। 
ডিসিপ্লিনারি কমিটি এ্যাথলেটিকোকে একইসাথে ৪৫ হাজার ইউরো জরিমানা করেছে। কমিটির মতে এই ধরনের অপরাধ গুরুতর। 
ম্যাচ বন্ধ হবার সময় স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ১-০ গোলে এগিয়ে ছিল। কিন্ত পরে এ্যাথলেটিকো ম্যাচে সমতা ফেরায়। 
এদিকে গত সোমবার এ্যাথলেটিকোর পক্ষ থেকে বলা হয়েছে এই ঘটনায় তারা এক ব্যক্তিকে সনাক্ত করে আজীবন নিষিদ্ধ করেছে। বাকিদেরও সনাক্তের চেষ্টা চলছে।