বাসস
  ০৮ অক্টোবর ২০২৪, ১৬:৪৩

দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়লো এমএলএস

নিউ ইয়র্ক, ৮ অক্টোবর, ২০২৪ (বাসস/এএফপি) : এবারের মৌসুমে এখন পর্যন্ত ১১ মিলিয়নের বেশী দর্শক মেজর লিগ সকারের ম্যাচ উপভোগ করতে স্টেডিয়ামে এসেছে, লিগ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে এই সংখ্যা ছিল ১০.৯ মিলিয়ন।
লিগের এক বিবৃতিতে বলা হয়েছে প্রতি ম্যাচে গড়ে ২৩,২৪০ জন সমর্থক মাঠে উপস্থিত হয়েছে। মেজর লিগ সকারের ইতিহাসে এই প্রথমবারের মত ১১ মিলিয়ন দর্শক উপস্থিতির ঘটনা ঘটেছে।
এমএলস আরো জানিয়েছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির আগমনই এর মূল কারণ। বড় স্টেডিয়ামে লিগে তার ম্যাচ দেখতে এত সংখ্যক দর্শক মাঠে আসছে। এ কারনেই দর্শকের উপস্থিতি বেড়েছে।
লিগের পক্ষ থেকে বলা হয়েছে, ’মেসিসহ অন্যান্য আন্তর্জাতিক তারকা মেজর লিগ সকারে যোগ দেয়াতে টিকেট বিক্রি আকর্ষণীয় হারে বেড়েছে। এ সংখ্যা ভবিষ্যতে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।’
মেজর লিগ সকারের নিয়মিত মৌসুম এখনো শেষ হয়নি। যে কারনে দর্শক উপস্থিতির রেকর্ড আবারো ভাঙ্গতে পারে। আগামী ১৯ অক্টোবর মৌসুম শেষ হবার আগে এখনো ১৬টি ম্যাচ বাকি রয়েছে।
এনিয়ে টানা তৃতীয় বছর এমএলএস’এ দর্শক সংখ্যা ১০ মিলিয়ন ছাড়িয়ে গেছে।