বাসস
  ২৫ অক্টোবর ২০২৪, ১৮:৫৮

সৌদি আরবে ইতিহাস গড়ার স্বপ্ন ভঙ্গ মানচিনির

রিয়াদ (সৌদি আরব), ২৫ অক্টোবর ২০২৪ (বাসস/এএফপি) : ২০২৩ সালের ২৭ আগস্টে সৌদি আরব জাতীয় ফুটবল দলের কোচ হন ইতালির সাবেক খেলোয়াড় রবার্তো মানচিনি। ইউরোপ ছেড়ে সৌদি আরবের কোচের দায়িত্ব নিয়ে মানচিনি বলেছিলেন, ‘ইউরোপে ইতিহাস গড়েছি, এবার সৌদিতে ইতিহাস গড়তে চাই’। কিন্তু সৌদির কোচ হিসেবে ১৪ মাসেই শেষ হলো মানচিনির অধ্যায়।
এক বিবৃতিতে মানচিনির দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি ফুটবল ফেডারেশন। তারা জানিয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন মানচিনি।
সংস্থাটি আরও বলেছে, ‘সৌদি ফুটবল ফেডারেশন ঘোষণা করছে, জাতীয় দলের কোচ মানচিনির চুক্তি বাতিলের একটি সমঝোতায় পৌঁছেছে এবং নিশ্চিত করেছে কয়েক দিনের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করা হবে।’
মেটা অঙ্কের পারিশ্রমিকে ইতালি ছেড়ে সৌদি আরবের কোচ হয়েছিলেন ২০২১ সালে ইউরো জয় করা মানচিনি।
বিশ্বকাপ বাছাইয়ে এশিয়ান অঞ্চলের ম্যাচে খুব বেশি ভালো করতে পারছে না সৌদি আরব। ‘সি’ গ্রুপ ৪ ম্যাচে ১টি করে জয়-হার ও ২টি ড্রতে পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে সৌদি আরব।
গত অক্টোবর জাপানের কাছে হারের পর বাহরাইনের সাথে গোলশূন্য ড্র’তে চাকরি হারাতে হলো মানচিনিকে। সৌদি আরবের সাথে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি ছিলো তার।