শিরোনাম
ঢাকা, ১ নভেম্বর ২০২৪ (বাসস) : দুই পেসার মার্কো জানসেন ও জেরাল্ড কোয়েৎজিকে ফিরিয়ে এনে ভারতের বিপক্ষে ঘরের মাঠে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষনা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
কাঁধের ইনজুরির কারনে মাঠের বাইরে ছিলেন জানসেন। সর্বশেষ গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন তিনি।
আর এ বছরের মে মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ মাঠে নেমেছিলেন কোয়েৎজি। নিতম্বে ইনজুরির কারনে গত পাঁচ মাস মাঠের বাইরে ছিলেন তিনি।
গতকাল শেষ হওয়া বাংলাদেশ সফরের টেস্ট দলে থাকলেও, ম্যাচ খেলা হয়নি পেসার লুঙ্গি এনগিডির। ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে ভারত সিরিজে বিশ্রাম পেয়েছেন তিনি।
বিশ্রাম পেয়েছেন অভিজ্ঞ পেসার কাগিসো রাবাদাও। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে ১৪ উইকেট নিয়ে সিরিজ সেরা হন তিনি। মিরপুরে প্রথম টেস্টে ৯ উইকেট নিয়ে আইসিসি র্যাংকিংয়ে বোলিং তালিকার শীর্ষে উঠেছেন রাবাদা।
দলে ফিরেছেন দুই ব্যাটার হেনরিচ ক্লাসেন-ডেভিড মিলার এবং স্পিনার কেশব মহারাজ। সর্বশেষ সংযুক্ত আরব আমিরাত সফরে সাদা বলের সিরিজের দলে ছিলেন না তারা।
দলে নতুন মুখ দুই অলরাউন্ডার মিহলালি এমপংওয়ানা ও আন্দিলে সিমেলানেকে। ঘরোয়া টি-টোয়েন্টি চ্যালেঞ্জে দু’জনই ১২টি করে উইকেট নেন। যা টুর্নামেন্টে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ।
আগামী ৮ নভেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। পরের তিন ম্যাচ হবে যথাক্রমে ১০, ১৩ ও ১৫ নভেম্বর।
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল : আইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, জেরাল্ড কোয়েৎজি, ডোনোভান ফেরেইরা, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, হেনরিচ ক্লসেন, প্যাট্রিক ক্রুগার, কেশব মহারাজ, ডেভিড মিলার, মিহলালি এমপংওয়ানা, নাবাইয়োমজি পিটার, রায়ান রিকেলটন, আন্দিলে সিমেলানে, লুথো সিপামলা, ট্রিস্টান স্টাবস।