বাসস
  ০১ নভেম্বর ২০২৪, ১৮:১০
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১৮:৩৪

বন্যায় স্থগিত রিয়াল-ভ্যালেন্সিয়া ম্যাচ

ঢাকা, ১ নভেম্বর ২০২৪ (বাসস) : ভয়াবহ বন্যার কারণে লা-লিগায় রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার মধ্যকার ১২তম রাউন্ডের ম্যাচটি স্থগিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

পূর্ব স্পেনে আকস্মিক এই বন্যার কারণে ৯৫ জনেরও বেশি লোক মারা গেছে।

এছাড়া রায়ো ভায়োকানো ও ভিলারিয়ালের ম্যাচও স্থগিত হয়েছে।

বৃহস্পতিবার স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)  বন্যার কারণে লা-লিগার অনুরোধে ভ্যালেন্সিয়া-ভিলারিয়ালের ম্যাচ স্থগিত করা হয়েছে বলে ঘোষণা দেয়। সেই সাথে ক্ষতিগ্রস্ত এলাকার তিনটি দ্বিতীয় বিভাগের ম্যাচও বাতিল করতে বলেছে।

এক বিবৃতিতে আরএফইএফ বলেছে, ‘ভ্যালেন্সিয়া অঞ্চলে পেশাদার এবং অ-পেশাদার প্রতিযোগিতামূলক  ম্যাচগুলো স্থগিত করতে সম্মত হয়েছে।’

ইতোমধ্যে কোপা দেল’রের প্রথম রাউন্ডে ভ্যালেন্সিয়া ও পার্লা এসকুয়েলার খেলাসহ বেশ কয়েকটি ম্যাচ স্থগিত করেছে ফেডারেশন ।

বার্সেলোনা ও এস্পানিওলের মধ্যকার কাতালান ডার্বিসহ স্পেনে রোববার বেশ কিছু ম্যাচে বন্যা দুর্গতদের প্রার্থনায়  নীরবতা পালন করা হবে।