বাসস
  ০১ নভেম্বর ২০২৪, ১৯:৪৬

নিউজিল্যান্ডকে ২৩৫ রানে গুটিয়ে দিয়েও অস্বস্তিতে ভারত

ঢাকা, ১ নভেম্বর ২০২৪ (বাসস) : দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের ঘূর্ণিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনই নিউজিল্যান্ডকে ২৩৫ রানে গুটিয়ে দিয়েছে স্বাগতিক ভারত। তবে ব্যাট হাতে নেমে স্বস্তিতে থেকে দিন শেষ করেছে টিম ইন্ডিয়া। ৪ উইকেটে ৮৬ রান তুলে দিন শেষ করেছে ভারত। ৬ উইকেট হাতে নিয়ে ১৪৯ রানে পিছিয়ে রোহিত-কোহলিরা। 

আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ওপেনার ডেভন কনওয়ে ৪ রানে শিকার হন ভারতীয় পেসার আকাশ দীপের। 

উইকেটে সেট হয়ে ব্যক্তিগত ২৮ রানে সুন্দরের প্রথম শিকার হন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্রকে ৫ রানে ফিরিয়ে কিউইদের উপর চাপ বাড়ান সুন্দর। এক পর্যায়ে ৭২ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। 

চতুর্থ উইকেটে ৮৭ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডের স্কোর দেড়শ পার করেন উইল ইয়ং ও ড্যারিল মিচেল। দলীয় ১৫৯ রানে ইয়ংকে শিকার করে ভারতকে ব্রেক-থ্রু এনে দেন জাদেজা। ২ বল পর টম ব্লান্ডেলকে শূন্যতে বিদায় করেন জাদেজা। ১৫৯ রানে পঞ্চম উইকেট হারায় নিউজিল্যান্ড। ৪টি চার ও ২টি ছক্কায় ৭১ রান করেন ইয়ং। 

এরপর ষষ্ঠ উইকেটে গ্লেন ফিলিপসকে নিয়ে ২৮ ও সপ্তম উইকেটে ইশ সোধির সাথে ২৩ রান যোগ করেন মিচেল। ফিলিপস ১৭ ও সোধি ৭ রানে ফিরলেও, টেস্ট ক্যারিয়ারের ১২তম হাফ-সেঞ্চুরির দেখা পান মিচেল। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত  ৮২ রানে সুন্দরের শিকার হন মিচেল। ১২৯ বলের ইনিংসে ৩টি করে চার ও ছক্কা মারেন মিচেল।

নবম ব্যাটার হিসেবে মিচেল ফেরার পর ২৩৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের জাদেজা ৫ ও সুন্দর ৪ উইকেট নেন। ৭৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৪তমবারের মত ইনিংসে ৫ উইকেট নিলেন জাদেজা।

এরপর নিজেদের  ইনিংসে ব্যাট করতে নেমে ২৫ রানের সূচনা পায় ভারত। ১৮ রান করে প্রথম সাজঘরে ফিরেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।

দ্বিতীয় উইকেটে ৫৩ রানের জুটিতে ভারতকে ভালো অবস্থায় নেন ওপেনার যশ্বসী জয়সওয়াল ও শুভমান গিল। দলীয় ৭৮ রানে জয়সওয়ালকে ব্যক্তিগত ৩০ রানে থামিয়ে জুটি ভাঙেন স্পিনার আজাজ প্যাটেল। 

এরপর নাইটওয়াচম্যান হিসেবে নেমে প্রথম বলেই আউট হন মোহাম্মদ সিরাজ। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসে ৪ রানে রান আউটের ফাঁদে  পড়েন বিরাট কোহলি। শেষ বিকেলে ৮ বলের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ভারত।

গিল ৩১ ও ঋসভ পান্ত ১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। নিউজিল্যান্ডের প্যাটেল ২ উইকেট নেন।