বাসস
  ০১ নভেম্বর ২০২৪, ২০:২৮

বার্সেলোনার সঙ্গে আরো পাঁচ বছরের চুক্তি নবায়ন করলেন লোপেজ

ঢাকা, ১ নভেম্বর, ২০২৪ (বাসস) : বার্সেলোনার সাথে আরও পাঁচ বছরের  চুক্তি নবায়ন মিডফিল্ডার ফারমিন লোপেজ। নতুন এ চুক্তির ফলে ২০২৯ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকবেন তিনি।

২১ বছর বয়সী লোপেজের রিলিজ ক্লজ ধরা হয়েছে ৫০ কোটি ইউরো। অর্থাৎ তাকে দলে ভেড়াতে অন্য ক্লাবকে ৫০ কোটি ইউরো গুনতে হবে।

পেশির ইনজুরিতে এ মৌসুমে বার্সেলোনার হয়ে বেশ কিছু ম্যাচে খেলতে পারেননি লোপেজ। সব মিলিয়ে এ পর্যন্ত ৬টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি।

গেল সপ্তাহে দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচে বেশ কিছু সময় মাঠে ছিলেন লোপেজ। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ এবং লা-লিগায় মৌসুমের প্রথম এল’ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে ছিলেন  তিনি।

বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৪-১ গোলে জয় পাওয়া ম্যাচে ৬১ মিনিট খেলেছেন লোপেজের। ঐ ম্যাচে দুই গোলে অবদান ছিলো তার। রিয়ালের বিপক্ষে ৪৫ মিনিট মাঠে ছিলেন তিনি। ঐ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিলো বার্সা।

বার্সেলোনার লা মাসিয়া একাডেমি থেকে গত মৌসুমে মূল দলে সুযোগ পান লোাপেজ। ২০২৩-২৪ মৌসুমে বার্সার জার্সিতে ৪২ ম্যাচে ১১ গোল করে চমক দেখান তিনি।

বার্সেলোনায় দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ২০২৪ ইউরোতে স্পেন দলে সুযোগ পান লোপেজ।  আসরে খুব বেশি খেলার সুযোগ না পেলেও, দলের হয়ে শিরোপা জয়ের স্বাদ নিয়েছেন তিনি।

অনূর্ধ্ব-২৩ প্যারিস অলিম্পিক গেমসে স্পেনের হয়ে সোনা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন লোপেজ।