বাসস
  ০৩ নভেম্বর ২০২৪, ১৭:৩৯

ঝড়ো সেঞ্চুরিতে ইংল্যান্ডকে সমতায় ফেরালেন লিভিংস্টোন

ঢাকা, ৩ নভেম্বর ২০২৪ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপের শতক ম্লান করে দুর্দান্ত সেঞ্চুরিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে সমতায় ফেরালেন দলনেতা লিয়াম লিভিংস্টোন। গতরাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। প্রথম ওয়ানডে ৮ উইকেটে জিতেছিলো ক্যারিবীয়রা।  

অ্যান্টিগায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১২ রানে দুই ওপেনারকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিংকে ৭ ও এভিন লুইসকে ৪ রানে সাজঘরে ফেরত পাঠান ইংল্যান্ডের পেসার জন টার্নার।

এরপর ইংল্যান্ড বোলারদের হতাশ করেন কেসি কার্টি, হোপ ও শেরফানে রাদারফোর্ড। তৃতীয় উইকেটে কার্টির সাথে ১৬৩ বলে ১৪৩ রান এবং চতুর্থ উইকেটে রাদারফোর্ডকে নিয়ে ৫৭ বলে ৭৯ রান যোগ করেন হোপ।

৫টি চার ও ১টি ছক্কায় কার্টি ৭১ এবং ৪টি চার ও ৩টি ছক্কায় ৫৪ রান করেন রাদারফোর্ড।

২৩৪ রানের মধ্যে কার্টি ও রাদারফোর্ডের বিদায়ের পর ওয়ানডে ক্যারিয়ারে ১৭তম সেঞ্চুরি তুলে নেন হোপ। ৪৭তম ওভারে ইংল্যান্ডের পেসার জোফরা আর্চারের শিকার হবার আগে ৮টি চার ও ৪টি ছক্কায় ১২৭ বলে ১১৭ রান করেন হোপ।

শেষ দিকে শিমরন হেটমায়ারের ২৪, রোস্টন চেজের ২০ ও ম্যাথু ফোর্ডের অনবদ্য ২৩ রানের উপর ভর করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩২৮ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। টার্নার ও আদিল রশিদ ২টি করে উইকেট নেন।

৩২৯ রানের টার্গেটে খেলতে নেমে ওপেনার ফিল সল্ট ও চার নম্বরে নামা জ্যাকব বেথেলের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২৮ ওভারে ৪ উইকেটে ১৬০ রান তুলেছিলো ইংল্যান্ড। সল্ট ৫৯ ও বেথেল ৫৫ রান করেন।

পঞ্চম উইকেটে জুটি বেঁধে ১০৭ বলে ১৪০ রানের দারুন জুটিতে ইংল্যান্ডকে জয়ের পথে রাখেন লিভিংস্টোন ও স্যাম কারান। দলের জয় থেকে ২৯ রান দূরে থাকতে ৪৬তম ওভারে আউট হন কারান। ৩টি চার ও ১টি ছক্কায় ৫২ রান করেন তিনি।

ষষ্ঠ উইকেটে ড্যান মোসলেকে নিয়ে ২৯ রানের অপরাজিত জুটিতে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন লিভিংস্টোন। শেষ ১০ ওভারে ১’শ রান দরকার ছিলো ইংলিশদের।

৩২ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৭৭ বলে প্রথম সেঞ্চুরির স্বাদ নেন লিভিংস্টোন। ৯টি ছক্কা ও ৫টি চারে ৮৫ বলে অপরাজিত ১২৪ রান করে ম্যাচ সেরা হন লিভিংস্টোন।

আগামী ৭ নভেম্বর ব্রিজটাউনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।