বাসস
  ০৭ নভেম্বর ২০২৪, ১৪:২৩

আর্সেনালকে পরাজিত করেছে মিলান, শেষ মুহূর্তের গোলে পিএসজির বিপক্ষে এ্যাথলেটিকোর জয়

ঢাকা, ৭ নভেম্বর ২০২৪ (বাসস) : হাকান কালহানগ্লুর পেনাল্টিতে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালকে ১-০ গোলে পরাজিত করেছে ইন্টার মিলান। দিনের আরেক ম্যাচে ৯৩ মিনিটের গোলে পিএসজির বিপক্ষে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে এ্যাথলেটিকো মাদ্রিদ।

ইতালিয়ান চ্যাম্পিয়ন মিলান এবারের প্রতিযোগিতায় এখনো পর্যন্ত অপরাজিত রয়েছে। নতুন ফর্মেটের এবারের আসরে এ পর্যন্ত চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মিলান টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। 

কাল ম্যাচ শেষে ইন্টার কোচ সিমোনে ইনজাগি বলেছেন, ‘আমি মনে করি শক্তিশালী একটি দলের বিপক্ষে আমরা দুর্দান্ত খেলেছি। আর্সেনালের খেলার মধ্যে দারুন গভীরতা রয়েছে।’
এদিকে ইউরোপীয়ান আসরে এবারের মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল ইংলিশ জায়ান্ট আর্সেনাল। এই পরাজয়ে মিলানের থেকে তিন ও সাত ধাপ পিছনে অবস্থান করছে গানার্সরা। 

সান সিরোতে প্রথমার্ধ গোলশুন্য ভাবেই শেষ হবার পথে ছিল। কিন্তু স্টপেজ টাইমে মেহদি টারেমির ফ্লিক পোস্টের খুব কাছে থেকে আটকাতে গিয়ে মিকেল মেরিনোর হ্যান্ডবলে প্রাপ্ত পেনাল্টি থেকে মিলান জয়সূচক গোলটি পায়।  

আর্সেনাল বস মিকেল আর্তেতা ম্যাচ শেষে টিএন্ডটি স্পোর্টসে বলেছেন, ‘আমরা খুব তাড়াহুড়ো করে ফেলেছি। বক্সের ভিতর ডিফ্লেকশন হলে সেখানে করার কিছুই থাকেনা। 
প্রথমার্ধের ইনজুটি টাইমের তৃতীয় মিনিটে কালহানগ্লুর গোলে এগিয়ে যায় মিলান। বিরতির পর ইয়ান সোমার ও ডেনজেল ডামফ্রাইস মিলে গ্যাব্রিয়েল মাগালেসকে প্রতিরোধ করেছেন। নাহলে তখনই হয়তো আর্সেনাল সমতায় ফিরতে পারতো।

দ্বিতীয়ার্ধে আর্সেনাল চাপ সৃষ্টি করলেও কাঙ্খিত গোলের দেখা পায়নি। ইন্টারের রক্ষনভাগের সম্মিলিত প্রচেষ্টা তাদেরকে সফল হতে দেয়নি। গত চার দিনে সব ধরনের প্রতিযোগিতায় আর্সেনালের এটি দ্বিতীয় পরাজয়।

সার্বিয়ায় রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। এই জয়ে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে কাতালান জায়ান্টরা। ১৩ মিনিটে ডিফেন্ডার ইনিগো মার্টিনেজের হেডে এগিয়ে যায় বার্সা। ২৭ মিনিটে বার্সেলোনার অফসাইড ট্র্যাপ ফাঁকি দিয়ে সিলাস এমভুম্পা গোলরক্ষক ইনাকি পেনাকে পরাস্ত করে। বিরতির আগে ও পরে ১০ মিনিটের মধ্যে রবার্ট লিওয়ানদোস্কির জোড়া গোলে বার্সেলোনা জয়ের আভাস পেতে থাকে। এরপর রাফিনহা ও ফারমিন লোপেজের গোলে বার্সেলোনার বড় জয় নিশ্চিত হয়। ফেলিসিও মিলসন ম্যাচ শেষের ৬ মিনিট আগে কার্লিং শটে এক গোল পরিশোধ করেছেন। 

এ্যাঞ্জেল কোরেয়ার স্টপেজ টাইমের গোলে পিএসজিকে তাদের মাঠে ২-১ গোলে পরাচিজত করেছে এ্যাথলেটিকো মাদ্রিদ। 

ম্যাচ শেষে কোরেয়া বলেছেন, ‘পিএসজি খুবই ভাল খেলেছে। তারাই আক্রমন বেশী করেছে। কিন্তু আমরা আত্মবিশ^াসী ছিলাম। আমরা রক্ষনভাগে শক্তিশালী ছিলাম। একটি দল হিসেবে পিএসজিকে প্রতিরোধ করেছি। শেষ মুহূর্তে গোল দিয়ে আমরা জয় আদায় করে নেই।’

এই পরাজয়ে চার ম্যাচে মাত্র এক জয় ও এক ড্রয়ে এলিমিনেশন জোনে অবস্থান করছে ফরাসি চ্যাম্পিয়নরা। এখনো ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখের সাথে ম্যাচ বাকি রয়েছে। 

পার্ক ডি প্রিন্সেসে ১৪ মিনিটে ইয়ান ওবলাককে পরাস্ত করে ওয়ারেন জেইরে-এমেরি পিএসজিকে এগিয়ে দেন। চার মিনিট পর নাহুয়েল মোলিনা এ্যাথলেটিকোকে সমতায় ফেলান। ওবলাকের থ্রো থেকে প্রাপ্ত বলে আঁতোয়ান গ্রীজম্যানের নিখুঁত পাসে কোরেয়া গিয়ানলুইগি ডোনারুমার পাশ দিয়ে বল জালে জড়ান। 

৬৭ মিনিটে জামাল মুসিয়ালার একমাত্র গোলে ঘরের মাঠে বেনফিকাকে পরাজিত করেছেন বায়ার্ন মিউনিখ। ছয় বারের বিজয়ী বায়ার্ন চার ম্যাচে দুই জয় ও দুই পরাজয়ে টেবিলের ১৭তম স্থানে রয়েছে। হাতে রয়েছে আর মাত্র চার ম্যাচ। 

ক্লাব ব্রাগের কাছে ১-০ গোলে হেরে এ্যাস্টন ভিলার এবারের আসরের শতভাগ জয়ের রেকর্ড ভেঙ্গে গেছে। দীর্ঘ ইনজুরি কাটিয়ে ইংল্যান্ডের সেন্টার-হাফ টায়রোনে মিংস প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমেই প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়েছেন। ভিলা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের শর্ট গোল কিক থেকে বল নিতে গিয়ে তিনি ফাউল করে বসেন। স্পট কিক থেকে হানস ভানাকেন জয়সূচক গোলটি করেন। এই পরাজয়ে টেবিলের অষ্টম স্থানে নেমে গেছে ভিলা।

স্পার্টা প্রাগকে ২-১ গোলে পরাজিত করে ব্রেস্ট ইউরোপীয়ান ফুটবলে নিজেদের দুর্দান্ত পারফরমেন্স ধরে রেখেছে। চার ম্যাচে তিন জয় নিয়ে তারা বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে। 
আদেমোলা লুকমান ও নিকোলো জানিয়োলো দ্বিতীয়ার্ধের গোলে স্টুটগার্টকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে ইউরোপা লিগ বিজয়ী আটালান্টা।

১০ জনের ফেয়েনুর্ডকে ৩-১ গোলে বিধ্বস্ত করে প্রথম পয়েন্ট অর্জন করেছে আরবি লিপজিগ। ইয়ং বয়েজকে ২-১ গোলে পরাজিত করেছে ইউক্রেনিয়ান চ্যাম্পিয়ন শাখতার দোনেস্ক।