বাসস
  ০৭ নভেম্বর ২০২৪, ১৭:৪৮

কিং-কার্টির জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ৭ নভেম্বর ২০২৪ (বাসস) : দুই ব্যাটার ব্র্যান্ডন কিং ও কেসি কার্টির জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ। আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলো ক্যারিবীয়রা। সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচ ৫ উইকেটে জিতেছিলো ইংল্যান্ড।

বার্বাডোজে সিরিজ নির্ধারনী ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৪ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে ইংল্যান্ড। উইল জ্যাকস ৫, জর্ডান কক্স ১, জ্যাকব বেথেল শূন্য ও অধিনায়ক লিয়াম লিভিংস্টোন ৬ রানে আউট হন। 

পঞ্চম উইকেটে ৯৪ বলে ৭০ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন ওপেনার ফিল সল্ট ও স্যাম কারান। ৪টি চারে ৫২ বলে ৪০ রান করেন কারান। 

ষষ্ঠ উইকেটেও ড্যান মোসলেকে নিয়ে ৭০ রানের জুটি গড়েন সল্ট। ওয়ানডেতে পঞ্চম হাফ-সেঞ্চুরি তুলে ৭৪ রানে থামেন ৪টি চার ও ১টি ছক্কা হাঁকানো সল্ট। 

দলীয় ১৬৪ রানে সল্ট ফেরার পর ইংল্যান্ডকে ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৩ রানের সংগ্রহ এনে দিয়েছেন লোয়ার-অর্ডার ব্যাটাররা। মোসলে ৫৭, জেমি ওভারটন ৩২ এবং জোফরা আর্চার অপরাজিত ৩৮ রান করেন। ম্যাথু ফোর্ড ৩টি, আলজারি জোসেফ ও শেফার্ড ২টি করে উইকেট নেন। 

২৬৪ রানের টার্গেটে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজকে ৩৯ বলে ৪২ রানের সূচনা এনে দেন দুই ওপেনার কিং ও এভিন লুইস। ২টি চার ও ১টি ছক্কায় ১৯ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন লুইস।  

এরপর কার্টিকে নিয়ে ইংল্যান্ডের বোলারদের উপর আধিপত্য বিস্তার করেন কিং ও কার্টি। ২০৩ বলে ২০৯ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ের পথ সহজ করেন তারা।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে যেকোন উইকেট জুটিতে এটিই ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান। রেকর্ড জুটি গড়ার পথে কিং তৃতীয় ও কার্টি প্রথম সেঞ্চুরির দেখা পান। 

দলের জয় থেকে মাত্র ১৩ রান দূরে থাকতে আউট হন কিং। ১৩টি চার ও ১টি ছক্কায় ১১৭ বলে ১০২ রান করেন কিং। এরপর অধিনায়ক শাই হোপকে নিয়ে দলকে জয়ের বন্দরে নেন কার্টি। 

১৫টি চার ও ২টি ছক্কায় কার্টি ১১৪ বলে ১২৮ এবং হোপ ৫ রানে অপরাজিত ছিলেন। ম্যাচ সেরা হন কিং। সিরিজ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ড। 
আগামী ১০ নভেম্বর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।