প্রিমিয়ার লিগে শিরোপা জিততে মরিয়া আর্সেনাল

বাসস
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৭:৫৩ আপডেট: : ০১ জানুয়ারি ২০২৫, ১৮:২৯

ঢাকা, ১ জানুয়ারি ২০২৫ (বাসস) : দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুলের আধিপত্য খর্ব করে এবারের প্রিমিয়ার লিগে আর্সেনালের শিরোপা জয়ের চ্যালেঞ্জ নিতে পুরোপুরি প্রস্তুতি আর্সেনাল, এমন দাবী জানিয়েছেন কোচ মিকেল আর্তেতা।

টেবিল টপার লিভারপুলের তুলনায় এখনো নয় পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে আর্সেনাল।

এবারের মৌসুমে লিভারপুল ১৮ লিগ ম্যাচের ১৪টিতে জয়ী হয়েছে। এ কারনে শিরোপা জয়ে সুস্পষ্ট ফেবারিট হিসেবে ইতোমধ্যেই নিজেদের প্রমানও করেছে অল রেডসরা। কিন্তু আর্সেনালও এখনই সবকিছু ছেড়ে দিতে রাজী নয়।

গত চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি দারুন হতাশ সময় কাটাচ্ছে। যে কারনে তৃতীয় স্থানে থাকা গানার্সরা গত দুই আসরের হতাশা কাটিয়ে এবার দ্বিতীয় স্থান থেকে শীর্ষে উঠতে চায়।

কিন্তু হঠাৎ করেই ধারাবাহিকতার অভাবে আগের দুই মৌসুমেও বেশ খানিকটা সময় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত শিরোপার স্বাদ পায়নি আর্সেনাল। এবার অন্তত আর কোন ভুল করতে চায়না আর্তেতার দল।

আর্তেতা বলেছেন, ‘আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যাবার মানসিকতা থাকতে হবে। প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। কেউ যদি সব ম্যাচই জিতে তবে তাদেরকে আমরা অভিনন্দন জানানো। কিন্তু তা যদি না হয় তাহলে ভিন্ন কথা, ইতিহাসে এমন ঘটনা কখনই ঘটেনি।’

২০০৪ সালের পর প্রথমবারের মত লিগ শিরোপা জয়ে এবার বদ্ধপরিকর আর্সেনাল। যদিও দলের সেরা তারকা বুকায়ো সাকা হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে অন্তত মার্চ পর্যন্ত ছিটকে গেছেন। ইংলিশ এই উইঙ্গারের দলে ফেরা একেবারেই অনিশ্চিত। ধারণা করা হচ্ছে আরো অন্তত নয়টি প্রিমিয়ার লিগ ম্যাচসহ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপের তৃতীয় রাউন্ড ও নিউক্যাসলের বিপক্ষে লিগ কাপের দুই লেগের সেমিফাইনালে সাকা খেলতে পারবেন না।

সাকার সাথে হাঁটুর ইনজুরির কারনে রাহিম স্টার্লিং ও লিনড্রো ট্রোসার্ডও দলে বাইরে রয়েছেন। এ কারনে গ্যাব্রিয়েল মার্টিনেলিকে বামদিকে যেয়ে খেলতে হচ্ছে। ৩০ বছর বয়সী ট্রোসার্ড দুই বছর আগে ব্রাইটন থেকে আর্সেনালে আসার পর কখনই দীর্ঘ সময়ের জন্য দলে নিয়মিত হতে পারেননি। কিন্তু গানার্স বস ট্রোসার্ডের প্রতিশ্রুতি নিয়ে আশাবাদী, ‘সে অবশ্যই আমার দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ইনজুরিতে থাকা সবাই খেলার জন্য মুখিয়ে আছে। গত ১২ মাসে ট্রোসার্ড বেশ ধারাবাহিকতা দেখিয়েছে। নিজের খেলার মান উন্নত করেছে। লেফট উইংয়ে তার উপর অনায়াসেই ভরসা করা যায়। এছাড়াও এ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও সে নিজেকে প্রমান করেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১৫ জুলাই রুমে নিয়ে টর্চারের পর হল থেকে বের করে দেয় ছাত্রলীগ : সামিউল
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না : চরমোনাইর পীর
প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে নাসা
১০