২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেটে গুরুত্বপূর্ণ ইভেন্ট

বাসস
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৮:৪০ আপডেট: : ০১ জানুয়ারি ২০২৫, ১৯:০৬

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেট ক্যালেন্ডারে বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও বহুজাতিক ইভেন্ট রয়েছে। 

ব্যক্তিগত কিছু সাফল্যের মধ্য দিয়ে ২০২৪ সালটা বাংলাদেশ ক্রিকেট নানা চড়াই-উতরাই পার করেছে। গত বছরের তুলনায় এ বছরও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ব্যস্ত সময় পার করতে যাচ্ছে।

গত বছর সব মিলিয়ে বাংলাদেশ ১০টি টেস্ট, ৯টি ওয়ানডে ও ২৪টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে টি২০ বিশ্বকাপও রয়েছে।

এ বছর বাংলাদেশের সামনে অপেক্ষা করছে ৬টি টেস্ট। এছাড়ও বৈশ্বিক ও কন্টিন্টোল প্রতিযোগিতা ছাড়াও এফটিপিতে আরো রয়েছে ১৮টি করে ওয়ানডে ও টি২০ ম্যাচ। 

আগামী মাসে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। বাংলাদেশ ইতোমধ্যেই বহুল প্রতিক্ষীত এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে। এছাড়াও রয়েছে এশিয়া কাপ। পাশাপাশি দ্বিপক্ষিক সিরিজতো রয়েছেই। মোট কথা সারা বছর জুড়েই বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটরাদের মাঠে ব্যস্ত সময় পার করতে হবে। 

এ বছর ৬টি দ্বিপাক্ষিক সিরিজে খেলবে টাইগাররা। এর মধ্যেই দুটি সিরিজ খেলতে দেশের বাইরে যাবে বাংলাদেশ। বাকি চারটি অনুষ্ঠিত হবে ঘরের মাটিতে।

বর্তমানে চলছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষনীয় ইভেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), যা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে এ বছর বাংলাদেশের আন্তর্জাতিক সূচী শুরু হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। বাংলাদেশ পাকিস্তান ও দুবাইয়ে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে। গ্রুপ পর্বের বাঁধা পেরিয়ে সেমিফাইনাল ও ফাইনালে খেলতে পারলে আরো দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা। 

মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শুরু করবে বাংলাদেশ। উভয় দল এই সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ খেলবে। এরপর মে মাসে বাংলাদেশ যাবে পাকিস্তান সফরে। গত বছর রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দুটি টেস্ট খেলেছিল। এবার খেলবে তিনটি করে ওয়ানডে ও টি২০ ম্যাচ। 

জুন-জুলাইয়ে মাসব্যপী সফরে বাংলাদেশে আসবে শ্রীলংকা। এই সিরিজে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। আগস্টে তিন ম্যাচের ওয়ানডে ও টি২০ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারত। 

সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ টি২০ টুর্নামেন্ট।

এরপর অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ দিয়ে ২০২৫ সাল শেষ করবে বাংলাদেশ। 

এছাড়া এ বছরের কোন এক সময় আফগানিস্তানের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই টেস্ট গত বছর খেলার কথা ছিল। কিন্তু দুই বোর্ডের আলোচনার পর সিরিজটি স্থগিত করা হয়। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১৫ জুলাই রুমে নিয়ে টর্চারের পর হল থেকে বের করে দেয় ছাত্রলীগ : সামিউল
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না : চরমোনাইর পীর
প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে নাসা
১০