ভারত গেল জাতীয় ইয়ুথ ও জুনিয়র হ্যান্ডবল দল

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৮:২৩

ঢাকা, ২ জানুয়ারি ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ৩-৭ জানুয়ারি পর্যন্ত ভারতের লক্ষ্মৌতে আইএইচএফ মেন’স ট্রফি ২০২৪, কন্টিনেন্টাল ফেস-এশিয়ার বাছাইপর্বের রাউন্ড অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে আজ বিকেলে ভারতের উদ্দেশে দেশত্যাগ করেছে ৩৪ সদস্যের বাংলাদেশ ইয়ুথ ও জুনিয়র হ্যান্ডবল দল।

প্রতিযোগিতায় বাংলাদেশ, কাজাকাস্তান, উজবেকিস্তান এবং স্বাগতিক ভারতসহ মোট ৪ টি দেশের ইয়ুথ ও জুনিয়র ক্যাটাগরির ২টি করে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। উভয় ক্যাটাগরীর বিজয়ী দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জণ করবে।

আগামীকাল ৩ জানুয়ারি জুনিয়র ও ইয়ুথ উভয় ক্যাটাগরীতে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কাজাকাস্তান। পরের দিন জুনিয়র দলের প্রতিপক্ষ উজবেকিস্তান ও ইয়ুথ দল খেলবে ভারতের বিপক্ষে। ৫ জানুয়ারি শেষ ম্যাচে বাংলাদেশ জুনিয়র দল লড়বে স্বাগতিক ভারতের বিপক্ষে, ইয়ুথ দলের প্রতিপক্ষ উজবেকিস্তান।

৬ জানুয়ারি উভয় ক্যাটাগরির সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ১ম সেমিফাইনালে গ্রুপের ১ নম্বর দল লড়বে চার নম্বরে থাকা দলের বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালে খেলবে গ্রুপের ৩ ও ৪ নম্বর দল।

৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

ফাইনালের আগে সেমিফাইনালে বিজীত দুই দল ব্রোঞ্জ পদকের জন্য মাঠে নামবে।

প্রতিযোগিতা শেষে আগামী ৮ জানুয়ারি বাংলাদেশ দলের ঢাকায় ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ ইয়ুথ দল (অনূর্ধ্ব-১৮) : মো: রাতুল উদ্দিন (অধিনায়ক), মো: এবাদত হোসেন রাসেল (সহ-অধিনায়ক), মো: ফারশিদ খান, মো: জাকারিয়া রহমান (গোলরক্ষক), মো: সোহাগ আলী, মো: আতিক হোসেন আকাশ, মো: রায়হান হাসান রাব্বি, সজীব কিসকো (গোলরক্ষক), মো: অনিক ইসলাম, রিপন আহমেদ রাহাদ, তৌফিকুর রহমান, সিয়াম ইসলাম, মো: রনি হাসান, মো: ফাহিম ফয়সাল মাহির।

ত্রিনাথ দাস (দলনেতা)

ডালিয়া আক্তার (প্রধান কোচ)

মো : সালাউদ্দিন রিজন (সহকারী কোচ)

বাংলাদেশ জুনিয়র দল (অনূর্ধ্ব-২০) : রুবেল আহমেদ (অধিনায়ক), আশিকুর রহমান ফাহিম (সহ-অধিনায়ক), সিয়াম আহমেদ, মো: নয়ন আহমেদ, নেওয়ান চাক, প্রেম চান, এরিকসন বিশ্বাস দ্বীপ, মো: রাতুল হাসান, আল মুক্তাদির মাহিন, অংতাইমং মারমা, মো: শাহরিয়া নাফিস, মো: আবু বক্কর সিদ্দিক, মো: শিহাব উদ্দিন, মো: মোহাইমিনুল হক।

এসএম খালেকুজ্জামান স্বপন (দলনেতা)

মো: নাসির উল্লাহ (প্রধান কোচ)

আখতারুজ্জামান আওয়াল (সহকারী কোচ)

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রুটের রেকর্ড ইনিংসে বড় লিডের পথে ইংল্যান্ড
কারফিউ ভেঙে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে
ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ
ছয় শতাধিক কর্মী নিয়ে ডিএসসিসির মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
বাংলাদেশের সাথে ব্যবসায়িক ও অর্থনৈতিক চুক্তি করতে চায় ব্রাজিল
মহেশপুরে বিজিবির অভিযানে স্বর্ণের বার উদ্ধার
ট্রাম্প ও ইইউ প্রধানের বৈঠক রোববার : বাণিজ্য চুক্তি চূড়ান্তের উদ্যোগ
ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক এ জেড. এম. শামসুল আলম আর নেই
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
উত্তরপত্র মূল্যায়নে অবহেলায় ৮ পরীক্ষককে আজীবনের জন্য অব্যাহতি
১০