৭ উইকেট ছেলেকে দিলেন তাসকিন

বাসস
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ২০:৫৩

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ইতিহাসে সেরা বোলিং পারফরমেন্সের রেকর্ড গড়েছেন পেসার তাসকিন আহমেদ। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের পঞ্চম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নেন দুর্বার রাজশাহীর হয়ে খেলতে নামা তাসকিন। বিপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৭ উইকেট নিয়ে অনন্য এক রেকর্ড গড়লেন এই ডান-হাতি পেসার। 

বিপিএলের রেকর্ড বোলিং পারফরমেন্স ছেলে তাসফিন আহমেদ রিহানকে উৎসর্গ করলেন তাসকিন। ম্যাচ শেষে সংবাদ সম্মলনে তাসকিন বলেন, ‘না আসলে দিনশেষে আমি যখন ভালো করি বা উইকেট পাই আমার ছেলে ও আমার বাবা অনেক খুশি হয়। ডেফিনিটলি ওদের সাপোর্টটাও অনুপ্রেরণা যোগায়।

কারণ যেদিন আমি ভালো বোলিং করতে পারি না সেদিন তাসফিন অনেক মন খারাপ করে। আজকে আমি শিওর ও অনেক খুশি। তো এটা তাসফিনের জন্যই।’

ম্যাচে নিজের প্রথম ওভারে দারুণ এক ডেলিভারিতে ঢাকার লিটন দাসকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে উইকেট শিকারের যাত্রা শুরু করেন তাসকিন। এরপর দ্বিতীয় ওভারে তানজিদ হাসানকে এবং তৃতীয় ওভারে জিম্বাবুয়ের রায়ান বার্লকে ও শ্রীলংকার চাতুরাঙ্গা ডি সিলভাকে শিকার করেন তাসকিন। এতে ৩ ওভার শেষে ১৭ রানে ৪ উইকেট নেন তাসকিন। 

ইনিংসের শেষ ওভারে ২ রানে ৩ উইকেট নিয়ে বিপিএলের ইতিহাসে নয়া রেকর্ড গড়েন তাসকিন। ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ৭ উইকেট নিলেন তাসকিন। এর আগে এই কৃতিত্ব দেখিয়েছেন মালয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদরুস এবং নেদারল্যাসের অফ-স্পিনার কলিন অ্যাকারম্যান।

১৭৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার নিয়ে তাসকিন বলেন, ‘আসলে ভালো বোলিং করাটা গুরুত্বপূর্ণ। উইকেট তো অনেক সময় দুইটা কম হয়, দুইটা বেশি হয়। আল্লাহর কাছে শুকরিয়া। আজকে একটা মজার বিষয় ছিল যে আমাদের টিমের ম্যাসিওর আনোয়ার বলছিল যে ভাইয়া তুমি আজকে চার উইকেট পাবা। চাচ্ছিস যেহেতু আল্লাহর কাছে বেশিই চা, ৮ উইকেটও তো হতে পারে। ৭ উইকেট পেয়ে গেছি আজকে। আলহামদুলিল্লাহ আমি আমার পরিকল্পনা এক্সিকিউট করতে পারছি এবং জিতছি। ভালো লাগছে।’

তিনি আরও বলেন, ‘৮ উইকেটের চেষ্টা করলে গেলে হাফ ভলি হতে পারত। ভালো লাগছে যে যখনই ক্যাপ্টেন আমার উপর বিশ্বাস রেখে বোলিংয়ে নিয়ে আসছে, ব্রেক থ্রু এনে দিতে পারছি।’

দুর্দান্ত বোলিং পারফরমেন্সে অনুভূতি জানাতে গিয়ে তাসকিন বলেন, ‘আসলে, পাঁচ বা তার থেকে বেশী উইকেট তো যে কোনো ফরম্যাটে অনেক স্পেশাল।

কারণ অনেকবার তিন উইকেট, চার উইকেট পেয়েছি কিন্তু উইকেটের সঙ্গে ভাগ্যও লাগে। আলহামদুলিল্লাহ এটা আমার জন্য বড় পাওয়া। যেহেতু আমি বাংলাদেশের ছেলে বিপিএলের ইতিহাসে আমার একটা নাম থাকবে খেলা ছাড়ার পরও ’ ৭ উইকেটের মধ্যে লিটনের আউটকে সবার উপরে রাখছেন তাসকিন, ‘ফাস্ট বলটা। যেটায় লিটন আউট হলো। আনপ্লেবল ডেলিভারি ছিল মানে যে কোনো ব্যাটারের ওইখানে ব্যাট দিতেই হতো এবং নিয়ে গেছে। সবগুলো উইকেটই অনেক গুরুত্বপূর্ণ কিন্তু প্রথম উইকেটটা বেশি।’
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
১০