শিরোনাম
ঢাকা, ২ জানুয়ারি ২০২৫ (বাসস) : ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রড্রি বলেছেন ২০২৪ ব্যালন ডি’অর বিজয়ীর নির্বাচন নিয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কেন প্রশ্ন তুলেছেন সেটা তার বোধগম্য নয়।
পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনাল্ডো সম্প্রতি বলেছেন রড্রি নয়, বরং এবারের পুরস্কারটা রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রের প্রাপ্য ছিল। কারন রিয়াল ফরোয়ার্ড চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে ও ফাইনালে গোলও করেছে।
রোনাল্ডোর এই মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে রড্রি বলেন, ‘এটা সত্যিই আমাকে বিস্মিত করেছে। কারন অন্য যে কারোর তুলনায় রোনাল্ডো ভালভাবেই জানেন কিভাবে এই পুরস্কারের প্রক্রিয়া পরিচালিত হয়, কিভাবে বিজয়ী বাছাই করা হয়। এ বছর সাংবাদিকরা আমাকে বিজয়ী হিসেবে বিবেচনা করেছে।
সম্ভবত আমাকে ভোট দেয়া কিছু সাংবাদিকই রোনাল্ডোকে ভোট দিয়ে বিজয়ী করেছিল। ঐ সময় তো তিনি সব মেনে নিয়েছিলেন।’
ভিনিসিয়াসকে বাদ দিয়ে রড্রিকে বিজয়ী ঘোষনা করায় অক্টোবরে প্যারিসে আয়োজিত অনুষ্ঠানটি বর্জণ করেছিল পুরো রিয়াল মাদ্রিদ ক্লাব।
২৮ বছর বয়সী রড্রিও অবশ্য ভিনিসিয়াসের সাথে সুস্পষ্ট ফেবারিট হিসেবে ব্যালন ডি’অরের লড়াইয়ে টিকে ছিলেন। সিটির হয়ে প্রিমিয়ার লিগ শিরোপার পাশাপাশি গত বছর স্পেনের জার্সি গায়ে রড্রি জয় করেছেন ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের শিরোপা।
তারপরও গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে মাদ্রিদকে সামনে থেকে নেতৃত্ব দেয়া ভিনিসিয়াসকে নিয়েই সকলে আশাবাদী ছিল। ব্রাজিলিয়ান এই তারকা অবশ্য পরবর্তীতে বছর শেষে ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ঠিকই অর্জণ করেছেন। গত ৩০ ডিসেম্বর গ্লোব সকারের সেরা পুরুষ ফুটবলারের পুরস্কারও জয় করেছেন।
সেপ্টেম্বরে এসিএল ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যাওয়া রড্রি জানিয়েছেন ব্যালন ডি’অর জয় তার প্রতিদিনের জীবন কিভাবে পাল্টে দিয়েছে, ‘এটা আমার প্রতিদিনের স্বাভাবিক জীবন বদলে দিয়েছে। অনেক কিছুই আমি আগে করতাম, যা এখন আর করিনা। অবশ্যই সেটা ভাল দিক বিবেচনা করেই।
একটি আদর্শ আমি জীবনে অনুসরণ করার চেস্টা করি, যা কিছু অর্জন জীবনে আসুক না কেন সেটার অবশ্যই ইতিবাচক দিক আছে। ঈশ্বর আমাকে যা দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। এসবের সাথে আমাকে মানিয়ে নিতে হবে, এর মধ্যে ইনজুরিও রয়েছে। সবকিছু নিয়ে অভিযোগ করলে চলবে না।’