এ বছরই লিভারপুলে সালাহর শেষ বছর

বাসস
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৬:০৯

ঢাকা, ৪ জানুয়ারি ২০২৫ (বাসস) : মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ বিশ্বাস করেন লিভারপুলের সাথে শেষ বছরে তিনি অবশ্যই বিশেষ কিছু করে দেখাতে পারবেন।

৩২ বছর বয়সী সালাহর সাথে এ মৌসুমের পরেই লিভারপুলের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এ মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন সালাহ। আর্নে স্লটের অধীনে লিভারপুল ৬ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষস্থানেও অবস্থান করছে।

মিশরীয় এই ফরোয়ার্ড ইতোমধ্যেই এবারের মৌসুমে ১৮ লিগ ম্যাচে ১৭ গোল করা ছাড়াও ১৩টি এ্যাসিস্ট করেছেন। রোববার ধুকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড সফরে যাবে লিভারপুল। 

বিভিন্ন গণমাধ্যম দাবি জানিয়েছে সালাহ লিভারপুলের সাথে চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু গত সপ্তাহে ওয়েস্ট হ্যামের সাথে ৫-০ গোলের জয়ের ম্যাচটিতে সালাহ নিজে জানিয়েছেন এখনো বিষয়টির কোন নিষ্পত্তি হয়নি। 

২০২০ সালে ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লিভারপুল লিগ শিরোপা জয় করেছিল, যার গর্বিত সদস্য ছিলেন সালাহ। যদিও করোনা মহামারির কারণে এ্যানফিল্ডে দর্শকবিহীন স্টেডিয়ামে লিভারপুলকে ট্রফি গ্রহণ করতে হয়েছিল। সমর্থকদের ছাড়া শিরোপা উদযাপনে মোটেই খুশি হয়নি লিভারপুল।

গতকাল স্কাই স্পোর্টসে দেয়া এক সাক্ষাতকারে সালাহ বলেছেন, ‘এটাই আমার এই ক্লাবে শেষ বছর। সে কারণে এবার বিশেষ কিছু করে দেখাতে চাই। দীর্ঘ ৩০ বছর আমরা শিরোপার অপেক্ষায় ছিলাম। করোনা মহামারীর কারণে সেভাবে শিরোপা উদযাপন করতে পারিনি। উদযাপনের পথটা সঠিক ছিল না। এবার আশা করছি সবকিছু ঠিকভাবে করতে পারবো।’

শুধুমাত্র সালাহ নয়, লিভারপুলের সাথে চুক্তি শেষের তালিকায় আরো রয়েছেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক ও ইংলিশ রাইট-ব্যাক ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড। এরা প্রত্যেকেই আগামী মৌসুমে বিদেশী কোন ক্লাবের সাথে আলোচনার জন্য উন্মুক্ত হয়েছেন। 

এই তিনজন মিলে লিভারপুলকে ইংলিশ লিগ ও ইউরোপীয়ান ফুটবলের শিরোপা জয়ে সহযোগিতা করেছেন। 

আগের ম্যানেজার জার্গেন ক্লপের অধীনে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, এফএ কাপ ও লিগ কাপের শিরোপা জয় করেছেন সালাহ, ফন ডাইক ও আলেক্সান্দার-আর্নল্ড। এর মধ্যে তারা শুধুমাত্র লিগ কাপ জয় করেছেন একাধিকবার। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০