দশ বছর পর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ফাইনালে অস্ট্রেলিয়া

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৬:১০ আপডেট: : ০৫ জানুয়ারি ২০২৫, ১৬:৫৪

ঢাকা, ৫ জানুয়ারি ২০২৫ (বাসস) : দীর্ঘ দশ বছর পর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলো অস্ট্রেলিয়া। সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ভারতকে ৬ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতলো অসিরা। শেষ টেস্ট জয়ে টানা দ্বিতীয়বারের মত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আগামী ১১ জুন ইংল্যান্ডের লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে প্যাট কামিন্সের দল।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত টেস্টের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ১৪১ রান করেছিলো ভারত। ৪ উইকেট হাতে নিয়ে ১৪৫ রানে এগিয়ে ছিলো টিম ইন্ডিয়া। 

তৃতীয় দিন বাকী ৪ উইকেটে ১৬ রানের বেশি যোগ করতে পারেনি ভারত। ৩৯.৫ ওভারে ১৫৭ রানে অলআউট হয় টিম ইন্ডিয়া। রবীন্দ্র জাদেজা ৮ রান নিয়ে শুরু করে ১৩ রানে আউট হন। ৬ রান নিয়ে খেলতে নেমে ১২ রানে থামেন ওয়াশিংটন সুন্দর। 

এই ইনিংসে অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ড ৪৫ রানে ৬ উইকেট সংগ্রহ করেছেন। ১৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত ৫ উইকেট নিলেন বোল্যান্ড। প্রথম ইনিংসে ৩১ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। ফলে দুই ইনিংস মিলিয়ে ম্যাচে ৭৬ রানে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বোল্যান্ড। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মত ম্যাচে ১০ উইকেট নিলেন বোল্যান্ড। 

ভারতের ছুঁড়ে দেওয়া ১৬২ রানের টার্গেটে খেলতে নেমে ২৩ বলে ৩৯ রানের ঝড়ো শুরু করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার স্যাম কনস্টাস ও উসমান খাজা। ১৭ বলে ২২ রান করা কনস্টাসকে শিকার করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। 

এরপর অস্ট্রেলিয়া শিবিরে জোড়া আঘাত হানেন কৃষ্ণা। মার্নাস লাবুশেনকে ৬ ও স্টিভেন স্মিথকে ৪ রানে আউট করেন তিনি। 

কৃষ্ণার তোপে ৫৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। চতুর্থ উইকেটে জুটি বেঁধে অস্ট্রেলিয়াকে চাপমুক্ত করেন খাজা ও ট্রাভিস হেড। ৪৯ বলে ৪৬ রানের জুটি গড়ার পর বিচ্ছিন্ন তারা। ৪টি চারে ৪১ রান করে ভারতের পেসার মোহাম্মদ সিরাজের বলে আউট হন খাজা। 

দলীয় ১০৪ রানে খাজা ফেরার পর বো ওয়েবস্টারকে নিয়ে ৫৩ বলে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন হেড। 

৪টি চারে ৩৮ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন হেড। ৬টি চারে ৩৪ বলে অনবদ্য ৩৯ রানের ইনিংস খেলেন ওয়েবস্টার। ভারতের কৃষ্ণা ৬৫ রানে ৩ উইকেট নেন। 

প্রথম ইনিংসে ভারত ১৮৫ ও অস্ট্রেলিয়া ১৮১ রান করেছিল। 

পিঠের ইনজুরির কারণে দ্বিতীয় ইনিংসে বল করেননি সিরিজ সেরা ভারীয় পেসার জসপ্রিত বুমরাহ। সিরিজে ৪২ রান করার পাশাপাশি ৩২ উইকেট নিয়েছেন বুমরাহ। 

টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৭ ম্যাচে ১১ জয়, ৪ হার ও ২ ড্রতে ৬৩.৭৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ১১ ম্যাচে ৭ জয়, ৩ হার ও ১ ড্রতে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছিলো দক্ষিণ আফ্রিকা। 

১৯ ম্যাচে ৯ জয়, ৮ হার ও ২ ড্রতে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে থাকায় ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হলো ভারতের। প্রথম দুই আসরের ফাইনালে উঠলেও নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হেরেছিলো টিম ইন্ডিয়া। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
তিতাস ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যান
শেখ মুজিবের ছবি সরিয়ে বহিষ্কার ৮ শিক্ষার্থী, প্রত্যাহারের দাবি ছাত্রদলের
১০