অস্ট্রেলিয়া ও বুমরাহর রেকর্ডময় সিরিজ

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৮:১৪ আপডেট: : ০৫ জানুয়ারি ২০২৫, ১৮:৩০

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। দীর্ঘ দশ বছর পর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ নিলো অসিরা। সর্বশেষ ২০১৪ সালে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিলো অস্ট্রেলিয়া। এই সিরিজ জয়ে আফগানিস্তান-আয়ারল্যান্ড বাদে টেস্ট খেলুড়ে সব দলের বিপক্ষেই দ্বিপাক্ষীক সিরিজ জয়ের রেকর্ড গড়লো অসিরা। 

এতদিন শুধুমাত্র আট দলের বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজের ট্রফি দখলে ছিলো অস্ট্রেলিয়ার। বাকী ছিলো ভারতের বিপক্ষে সিরিজ জয়। এবার সেই বৃত্তও পূরণ করলো অসিরা। 

এর আগেও দু’বার এমন কীর্তি গড়েছিলো অস্ট্রেলিয়া। প্রথমবার ২০০৪-০৫ মৌসুমে এবং পরেরটি ২০০৮-০৯ মৌসুমে। তাই প্রথম দল হিসেবে তিনবার একই সাথে সব টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড গড়লো অস্ট্রেলিয়া।

রেকর্ড তালিকা : 
ভারতের বিপক্ষে ৩-১ (পাঁচ ম্যাচের সিরিজ) ব্যবধানে জয়, ২০২৪/২৫

নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ (দুই ম্যাচের সিরিজ), ২০২৩/২৪

পাকিস্তানের বিপক্ষে ৩-০ (তিন ম্যাচের সিরিজ), ২০২৩/২৪

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ (তিন ম্যাচের সিরিজ), ২০২২/২৩

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ (দুই ম্যাচের সিরিজ), ২০২২/২৩

ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ (পাঁচ ম্যাচের সিরিজ), ২০২১/২২

শ্রীলংকার বিপক্ষে ২-০ (দুই ম্যাচের সিরিজ), ২০১৮/১৯

বাংলাদেশের বিপক্ষে ২-০ (দুই ম্যাচের সিরিজ), ২০০৬

জিম্বাবুয়ের বিপক্ষে ২-০ (দুই ম্যাচের সিরিজ), ২০০৩/০৪

২৭ ও ৫৭ বছর পর : ভারতের বিপক্ষে এবারের সিরিজের প্রথম ম্যাচ হারলেও, শেষ পর্যন্ত জয়ের স্বাদ নিয়েই মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া। ২৭ বছর পর কোন টেস্ট সিরিজের শুরুতে পিছিয়ে পড়ে জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো অসিরা। তবে ৫৭ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজের শুরুতে হেরেও, জয় দিয়ে শেষ করলো অস্ট্রেলিয়া। ১৯৯৭ সালে ইংল্যান্ড সফরে অ্যাশেজ সিরিজের শুরুতে পিছিয়ে পড়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছিলো অস্ট্রেলিয়া। আর ১৯৬৮ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পিছিয়ে পড়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছিলো অসিরা।

কপিল-হরভজনের সঙ্গী বুমরাহ : এক সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারে পেসার কপিল দেব ও স্পিনার হরভজন সিংয়ের রেকর্ড স্পর্শ করলেন জসপ্রিত বুমরাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ শেষ হওয়া পাঁচ ম্যাচ সিরিজে ৩২ উইকেট শিকার করেছেন বুমরাহ। ভারতের হয়ে টেস্ট সিরিজে ৩২টি করে উইকেট নিয়েছেন কপিল ও হরভজন। ১৯৭৯ সালে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৬ ম্যাচের টেস্ট সিরিজে এবং ২০০১ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৩২ উইকেট নিয়েছিলেন হরভজন। 

লজ্জার রেকর্ডে ওয়েস্ট ইন্ডিজের পাশে ভারত : অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের সিরিজে সাত ইনিংসে ২’শর নীচে রান করেছে ভারত। এর আগে কোন সিরিজে ২’শর নীচে সাতবার রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০০০ সালে অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের সিরিজে সাতবার ২’শর নীচে রান করেছে ক্যারিবীয়রা। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রুটের রেকর্ড ইনিংসে বড় লিডের পথে ইংল্যান্ড
কারফিউ ভেঙে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে
ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ
ছয় শতাধিক কর্মী নিয়ে ডিএসসিসির মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
বাংলাদেশের সাথে ব্যবসায়িক ও অর্থনৈতিক চুক্তি করতে চায় ব্রাজিল
মহেশপুরে বিজিবির অভিযানে স্বর্ণের বার উদ্ধার
ট্রাম্প ও ইইউ প্রধানের বৈঠক রোববার : বাণিজ্য চুক্তি চূড়ান্তের উদ্যোগ
ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক এ জেড. এম. শামসুল আলম আর নেই
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
উত্তরপত্র মূল্যায়নে অবহেলায় ৮ পরীক্ষককে আজীবনের জন্য অব্যাহতি
১০