ঢাবিতে সম্প্রীতি আন্ত:হল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৮:১৯ আপডেট: : ০৫ জানুয়ারি ২০২৫, ১৮:২৩

ঢাকা, ৫ জানুয়ারি ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেডিকেল সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন কমল মেডি এইড এর উদ্যোগে শুরু হয়েছে সম্প্রীতি আন্ত:হল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট। 

আজ বিশ্ববিদ্যালয়ের ভাবনা চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কমল মেডি এইডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর বারী হামিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা এখন সবচেয়ে বেশি যে সমস্যার মুখোমুখি সেটা হচ্ছে সম্পর্কের অবনতি। ছাত্র-শিক্ষক সম্পর্কের অবনতি এর মধ্যে অন্যতম। এই সমস্যার কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সহ সকল কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে। এই ধরণের সম্প্রীতিমূলক ক্রীড়া অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।’

অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ট্রফি উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি।

সাংবাদিক সমিতির সভাপতি মাহি বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের সম্প্রীতি শুরু হবে খেলার মাঠ থেকে। আর তার চূড়ান্ত রূপ লাভ করবে রাজনৈতিক ময়দানে। আমাদের সাংবাদিক সমিতির পক্ষ থেকে এই কার্যক্রমে সর্বদা সহযোগিতা অব্যাহত থাকবে।’

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমাদের মধ্যে আন্তরিকতা পূর্ণ পরিবেশ যেন বজায় থাকে সে বিষয়ে জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করে যাচ্ছে। এই ঢাকা বিশ্ববিদ্যায়ের কেউ যেন আর সন্ত্রাসীমূলক কার্যক্রম চালাতে না পারে সেই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি।’ 

সাধারণ শিক্ষার্থীদের যার যে সংগঠনের আদর্শ ভাল লাগে তার সেই আদর্শ গ্রহনের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ছাত্রদল কাজ করে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রুটের রেকর্ড ইনিংসে বড় লিডের পথে ইংল্যান্ড
কারফিউ ভেঙে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে
ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ
ছয় শতাধিক কর্মী নিয়ে ডিএসসিসির মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
বাংলাদেশের সাথে ব্যবসায়িক ও অর্থনৈতিক চুক্তি করতে চায় ব্রাজিল
মহেশপুরে বিজিবির অভিযানে স্বর্ণের বার উদ্ধার
ট্রাম্প ও ইইউ প্রধানের বৈঠক রোববার : বাণিজ্য চুক্তি চূড়ান্তের উদ্যোগ
ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক এ জেড. এম. শামসুল আলম আর নেই
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
উত্তরপত্র মূল্যায়নে অবহেলায় ৮ পরীক্ষককে আজীবনের জন্য অব্যাহতি
১০