ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য নারী দল ঘোষণা

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ২০:১৯

ঢাকা, ৬ জানুয়ারি ২০২৫ (বাসস) : আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য আজ বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথমবারের মত ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। সবগুলো ম্যাচই সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত হবে।

এই সফরে বাংলাদেশ দলের নেতৃত্ব দিবেন নিগার সুলতানা জ্যোতি। তার ডেপুটি হিসেবে থাকবেন নাহিদা আক্তার।

১৪ জানুয়ারি সেন্ট কিটসে পৌঁছাবে বাংলাদেশ দল।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে- ১৯, ২১ এবং ২৪ জানুয়ারি। এই সিরিজটি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এ বছরের শেষ দিকে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য সিরিজটি অনেক বেশি গুরুত্ব বহন করছে। 

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনাকে ভালোভাবেই বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতলে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে টাইগ্রেসরা। দু’দলের শক্তি বিবেচনায় বাংলাদেশের জন্য কাজটি কঠিন হবে।

ওয়ানডে সিরিজের পর ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আকতার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আকতার, শারমিন আকতার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আকতার, লতা মন্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আকতার মেঘলা, মারুফা আকতার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১৫ জুলাই রুমে নিয়ে টর্চারের পর হল থেকে বের করে দেয় ছাত্রলীগ : সামিউল
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না : চরমোনাইর পীর
প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে নাসা
১০