ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য নারী দল ঘোষণা

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ২০:১৯

ঢাকা, ৬ জানুয়ারি ২০২৫ (বাসস) : আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য আজ বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথমবারের মত ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। সবগুলো ম্যাচই সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত হবে।

এই সফরে বাংলাদেশ দলের নেতৃত্ব দিবেন নিগার সুলতানা জ্যোতি। তার ডেপুটি হিসেবে থাকবেন নাহিদা আক্তার।

১৪ জানুয়ারি সেন্ট কিটসে পৌঁছাবে বাংলাদেশ দল।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে- ১৯, ২১ এবং ২৪ জানুয়ারি। এই সিরিজটি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এ বছরের শেষ দিকে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য সিরিজটি অনেক বেশি গুরুত্ব বহন করছে। 

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনাকে ভালোভাবেই বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতলে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে টাইগ্রেসরা। দু’দলের শক্তি বিবেচনায় বাংলাদেশের জন্য কাজটি কঠিন হবে।

ওয়ানডে সিরিজের পর ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আকতার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আকতার, শারমিন আকতার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আকতার, লতা মন্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আকতার মেঘলা, মারুফা আকতার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
তিতাস ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যান
শেখ মুজিবের ছবি সরিয়ে বহিষ্কার ৮ শিক্ষার্থী, প্রত্যাহারের দাবি ছাত্রদলের
১০