ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য নারী দল ঘোষণা

বাসস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ২০:১৯

ঢাকা, ৬ জানুয়ারি ২০২৫ (বাসস) : আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য আজ বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথমবারের মত ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। সবগুলো ম্যাচই সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত হবে।

এই সফরে বাংলাদেশ দলের নেতৃত্ব দিবেন নিগার সুলতানা জ্যোতি। তার ডেপুটি হিসেবে থাকবেন নাহিদা আক্তার।

১৪ জানুয়ারি সেন্ট কিটসে পৌঁছাবে বাংলাদেশ দল।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে- ১৯, ২১ এবং ২৪ জানুয়ারি। এই সিরিজটি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এ বছরের শেষ দিকে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য সিরিজটি অনেক বেশি গুরুত্ব বহন করছে। 

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনাকে ভালোভাবেই বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতলে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে টাইগ্রেসরা। দু’দলের শক্তি বিবেচনায় বাংলাদেশের জন্য কাজটি কঠিন হবে।

ওয়ানডে সিরিজের পর ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আকতার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আকতার, শারমিন আকতার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আকতার, লতা মন্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আকতার মেঘলা, মারুফা আকতার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ইতালিতে চাকরির প্রলোভনে শত কোটি টাকার প্রতারণা : চক্রের মূলহোতা নারী গ্রেফতার
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা এয়ারপোর্টে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্তকরণে দোকান উচ্ছেদের নির্দেশ
সৌদি আরবের গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক
শারদীয় দুর্গোৎসবে গুজব রটনায় কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব : র‌্যাব মহাপরিচালক
ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি
বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন
১০