পুঁচকে মিনেরাকে উড়িয়ে দিয়ে শেষ ১৬’তে রিয়াল মাদ্রিদ

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৮:৩৭ আপডেট: : ০৭ জানুয়ারি ২০২৫, ১৯:৪১

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : চতুর্থ টায়ারের পুঁচকে ক্লাব দিপোর্তিভো মিনেরাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে কোপা ডেল রে’র শেষ ১৬ নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

ফেডেরিকো ভালভার্দে, এডুয়ার্ডো কামভিনগা, আরদা গুলার স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে প্রথমার্ধে গোল করেছেন। বিরতির পর অভিজ্ঞ লুকা মড্রিচের গোলে মাদ্রিদ ৪-০ গোলে এগিয়ে যায় মাদ্রিদ। ম্যাচ শেষের দুই মিনিট আগে গুলার তার দ্বিতীয় গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গ্যালাকটিকোরা।

সপ্তাহের শেষে সৌদি আরবে অনুষ্ঠিতব্য স্প্যানিশ সুপার কাপকে সামনে রেখে কোচ কার্লো আনচেলত্তি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রামে রেখেছিলেন। এর মধ্যে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়র দ্বিতীয়ার্ধে বদলী হিসেবে মাঠে নেমেছেন।

ভালভার্দের ভলিতে পাঁচ মিনিটেই এগিয়ে যায় মাদ্রিদ। পুরো ম্যাচে মিনেরাকে দাঁড়াতেই দেয়নি আনচেলত্তির শিষ্যরা। ১৩ মিনিটে হেডের সাহায্যে ব্যবধান দ্বিগুণ করেন কামভিনগা। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে এনড্রিক তৃতীয় গোল প্রায় করেই ফেলেছিলেন। কিন্তু ডানদিক থেকে কাট করা গুলারের ডিফ্লেকশন হয়ে বল জালে জড়ালে গোলটির পাশে এনড্রিকের নাম আর লেখা হয়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাহিম দিয়াজের শট পোস্টে লেগে ফেরত আসে। ৩৯ বয়সী মিডফিল্ডার মড্রিচ কার্লিং শটে ৫৫ মিনিটে ব্যবধান ৪-০’তে নিয়ে যান। ৮৮ মিনিটে ফ্র্যান গার্সিয়ার এ্যাসিস্টে টার্কিশ প্লেমেকার গুলার দ্বিতীয় গোল করেন।

এর আগে শনিবার বার্সেলোনা ও এ্যাথলেটিকো মাদ্রিদও সহজ জয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে। বর্তমান চ্যাম্পিয়ন এ্যাথলেটিক বিলবাও তৃতীয় টায়ারের ক্লাব লোগরোনসের বিপক্ষে পেনাল্টিতে জয়লাভ করেছে।

আগামীকাল বুধবার পরের রাউন্ডের ড্র অনুষ্ঠিত হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০