আব্রাহামের গোলে ইতালিয়ান কাপের শিরোপা জিতলো মিলান

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৮:৫৪ আপডেট: : ০৭ জানুয়ারি ২০২৫, ১৯:৫২

ঢাকা, ৭ জানুয়ারি ২০২৫ (বাসস) : টামি আব্রাহামের ইনজুরি টাইমের গোলে দুই গোলে পিছিয়ে থেকেও বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে ৩-২ ব্যবধানে পরাজিত করে ইতালিয়ান সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে এসি মিলান। নতুন কোচ সার্জিও কনসেইকাওর অধীনে মিলানের এটি প্রথম ট্রফি।

রিয়াদের আল-আওয়াল পার্কে লটারো মার্টিনেজ ও মেহদি টারেমির গোলে ৪৭ মিনিটে ২-০ গোলের লিড নেবার পর টুর্নামেন্টে টানা চতুর্থ শিরোপা জয়ের পথে ভালভাবেই এগিয়ে ছিল ইন্টার। কিন্তু সেমিফাইনালে জুভেন্টাসের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানের জয় ছিনিয়ে নেয়া মিলান বিরতির পর ঘুরে দাঁড়ায়।

এদিকে ৩৫ মিনিটে দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার হাকান কালহানগ্লু পেশীর ইনজুরির কারণে মাঠের বাইরে চলে গেলে কিছুটা হলেও চাপে পড়ে ইন্টার। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে মিলান। টার্কিশ মিডফিল্ডারের স্থানে মাঠে নামেন ক্রিস্টিয়ান আসলানি। ৫২ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোলে মিলান শিবিরকে চাঙ্গা করে তুলেন থিও হার্নান্দেজ।

যুক্তরাষ্ট্রের উইঙ্গার ক্রিস্টিয়ান পুলিসিচ ম্যাচ শেষের ১০ মিনিট আগে মিলানের হয়ে সমতা ফেরান। ইংলিশ ফরোয়ার্ড আব্রাহাম ৯৩ মিনিটে দারুন এক গোলে দলকে শিরোপা উপহার দেন। ২০১৬ সালের পর এটি ইতালিয়ান সুপার কাপে মিলানের প্রথম শিরোপা। সব মিলিয়ে মিলান আটবার এই শিরোপা জয় করেছে।

এর আগে বৃহস্পতিবার সুপার কাপের সেমিফাইনালে আটালান্টার বিপক্ষে ২-০ গোলের জয়ে টানা তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার আধিপত্য দেখিয়েছে। এনিয়ে সৌদি আরবে পরপর তিন বছর এই টুর্নামেন্ট আয়োজিত হলো।

রেকর্ড নয়বার সুপার কাপের শিরোপা জয় করেছে জুভেন্টাস। তাদের থেকে একবার করে কম ট্রফি ঘরে তুলেছে এসি ও ইন্টার মিলান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০