ধীর গতির ওভার রেটের জন্য পাকিস্তানের শাস্তি

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৯:১৮ আপডেট: : ০৭ জানুয়ারি ২০২৫, ১৯:৩৮

ঢাকা, ৭ জানুয়ারি ২০২৫ (বাসস) : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে ১০ উইকেটের পরাজয়ের ম্যাচে ধীর গতির ওভার রেটের জন্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপ (ডব্লিউটিসি) থেকে পাকিস্তানের পাঁচ পয়েন্ট কর্তনের পাশাপাশি ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। নির্ধারিত ওভারের থেকে পাঁচ ওভার কম করার কারণে এই শাস্তির মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে।

ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন শাস্তির বিষয়টি নির্ধারণ করেছেন। অন-ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা ও নিতিন মেনন, থার্ড আম্পায়র এ্যালেক্স ওয়ার্ফ ও ফোর্থ আম্পায়ার স্টিফেন হ্যারিস মিলে পাকিস্তানের বিপক্ষে অভিযোগ উত্থাপন করেছেন। পাকিস্তানী অধিনায়ক শান মাসুদ অভিযোগ স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক কোন শুনানির প্রয়োজন হয়নি।

নির্ধারিত লক্ষ্যের থেকে প্রতি ওভার কম করার জন্য এক পয়েন্ট করে কাটা যাবে। ২০২৩-২০২৫ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপ চক্রে এটি পাকিস্তানের তৃতীয় পয়েন্ট কর্তন। ২০২৩ সালের ডিসেম্বরে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের দুই পয়েন্ট কাটা হয়েছিল। এরপর ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে কাটা হয় ছয় পয়েন্ট।

এর ফলে ২০২৩-২০২৫ চক্রে ১২ টেস্টে সম্ভাব্য ৪৮ পয়েন্টের মধ্যে পাকিস্তানের সংগ্রহে থাকলো ৩৫ পয়েন্ট।

সাম্প্রতিক এই পয়েন্ট কর্তনে ডব্লিউটিসি টেবিলে পাকিস্তানের পজিশনেও প্রভাব পড়েছে। ২৭.৭৮ শতাংশ পয়েন্ট থেকে পাকিস্তানের বর্তমান সংগ্রহ ২৪.৩১ শতাংশ। এখনও তারা টেবিলের অষ্টম স্থানে রয়েছে। তবে পয়েন্টের শতাংশ ওয়েস্ট ইন্ডিজের তুলনায় অল্প কিছু উপরে রয়েছে। ক্যারিবীয়দের সংগ্রহে রয়েছে ২৪.২৪ শতাংশ পয়েন্ট। এখনও পর্যন্ত ধীর গতির ওভার রেটের জন্য ওয়েস্ট ইন্ডিজের কোন পয়েন্ট কাটা যায়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০