সনের সঙ্গে চুক্তি বাড়ালো টটেনহ্যাম

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৯:২৭

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৪ (বাসস) : দক্ষিণ কোরিয়ান তারকা সন হেয়াং-মিনের সাথে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। ক্লাব সূত্র আজ এই তথ্য নিশ্চিত করেছে।

৩২ বছর বয়সী সনের সাথে বর্তমান চুক্তির মেয়াদ এ মৌসুমের পরেই শেষ হয়ে যেত। কিন্তু ২০২১ সালে ক্লাবের সাথে সনের নতুন যে চুক্তি হয়েছিল তা নিয়ে সবসময়ই স্পার্সরা বেশ আশাবাদী ছিল। চুক্তির বিভিন্ন শর্তে সনের দাবীকেই টটেনহ্যাম বেশী প্রাধান্য দিয়েছিল।

এ পর্যন্ত টটেনহ্যামের জার্সিতে সন ৪৩১ ম্যাচ খেলেছেন। ২০২৩ সালের আগস্টে দলের প্রধান কোচ হিসেবে আনগে পোস্তেকোগ্লু দায়িত্ব নেবার পর ক্লাবের অধিনায়কের আর্মব্যান্ড তুলে দিয়েছেন সনের হাতে।

নতুন এই চুক্তির মাধ্যমে টটেনহ্যামে সনের ভবিষ্যত নিয়ে সব শঙ্কা দূর হলো। যদিও বিভিন্ন সূত্রমতে জানা গেছে, আরো দীর্ঘমেয়াদী চুক্তির আশা করছেন দক্ষিণ কোরিয়ান অধিনায়ক। যদিও এ ব্যপারে আপাতত কোন আলোচনার খবর পাওয়া যায়নি। স্পার্সরা চুক্তির বিষয়ে সবকিছু সহজ শর্তে করতে চাচ্ছে।

এবারের গ্রীষ্মে টটেনহ্যামে সনের ১০ বছর মেয়াদ পূর্ণ হবে। ইতোমধ্যেই ক্লাবের কিংবদন্তী খেলোয়াড়ের খেতাব অর্জন করেছেন। যদিও কিছু কিছু সমর্থক ইদানিং সনের পারফরমেন্স নিয়ে নেতিবাচক মনোভাব পোষণ করে যাচ্ছেন।

এ পর্যন্ত স্পার্সদের হয়ে ১৬৯ গোল করেছেন। ক্লাবের ইতিহাসে যা চতুর্থ সর্বোচ্চ। কিন্তু ২০০৮ সালের পর টটেনহ্যামকে এখনো বড় কোন শিরোপা উপহার দিতে পারেননি, যা সনের খেলোয়াড়ী ক্যারিয়ারে একটি বড় ব্যর্থতা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০