ঝিনাইদহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৭:০৮ আপডেট: : ০৮ জানুয়ারি ২০২৫, ১৭:৪১

ঝিনাইদহ, ৮ জানুয়ারি ২০২৫ (বাসস) : ঝিনাইদহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

আজ সকাল ১০টায় শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।

জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে বালিকা বিভাগে মুখোমুখি হয় কোটচাঁদপুরের বলরামপুর মুরুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লেবুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালক বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে সদর উপজেলার বড় কামাড়কুন্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোটচাঁদপুরের বলুহর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এসময় উপস্থিত ছিলেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা জানান, বুধবার থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১১ জানুয়ারি। এবারের প্রতিযোগিতায় জেলার ৬টি উপজেলার ১২ টি দল অংশগ্রহণ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বদরুদ্দীন উমর স্বাধীন মতামত প্রকাশে কখনোই কুন্ঠিত হননি : তারেক রহমান
সাক্ষী হয়ে আসামিদের ফাঁসি চাইলেন শহীদ আনাসের অশ্রুসিক্ত মা
জুলাই শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন করা হবে : মুক্তিযুদ্ধ উপদেষ্টা
ঝটিকা মিছিল : গোপালগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামজাসহ ৪ জন কারাগারে
পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টার সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ
ঘরের মাঠে প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান
হবিগঞ্জে তিনটি ক্লিনিককে জরিমানা
ভিসতা ১৩তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা শুরু
লোহাগড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু
জবি সংলগ্ন এলাকায় যানজট নিরসনে সভা অনুষ্ঠিত
১০