ভিনিসিয়াসের লাল কার্ডের নিষেধাজ্ঞা অন্যায় বলছেন আনচেলত্তি

বাসস
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৮:১৯

ঢাকা, ৯ জানুয়ারি ২০২৫ (বাসস) :  ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে লা লিগায় লাল কার্ড পেয়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। দলের এই তারকা ফরোয়ার্ডের বিপক্ষে এই ধরনের শাস্তির সিদ্ধান্তকে অন্যায় বলেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিলিয়ান এই উইঙ্গার শুক্রবার মাদ্রিদের ২-১ গোলে জয়ের ম্যাচটিতে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্টোল দিমিত্রিয়েভস্কিকে পিছন দিক থেকে ধাক্কায় দেয়ায় লাল কার্ড পেয়েছেন। পরবর্তীতে রয়্যাল স্প্যানিশ ফেডারেশন ভিনিকে লা লিগায় দুই ম্যাচের নিষিদ্ধ করেছে। এর ফলে লিগে লাস পালমাস ও রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে পরবর্তী দুটি ম্যাচে খেলতে পারবেন না ভিনিসিয়াস। তবে চলমান স্প্যানিশ সুপার কাপে ভিনির খেলতে কোন বাঁধা নেই।

মায়োর্কার বিপক্ষে সুপার কাপে সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে আনচেলত্তি বলেছেন, ‘স্টেডিয়ামে সে এবং আমি দুজনেই শুনেছি কি হয়েছে। বিষয়টা অপমানজনক। নিষেধাজ্ঞার বিষয়টি মোটেই সঠিক হয়নি।’

মেস্তালা স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার সমর্থকরা মাদ্রিদের এই ফরোয়ার্ডকে বারবার উত্তেজিত করার চেষ্টা করেছেন। এর আগেও ২০২২ সালের এই স্টেডিয়ামেই স্বাগতিক সমর্থকদের দ্বারা বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন ভিনিসিয়াস।  

লা লিগা বুধবার স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহিংসতা বিরোধী কমিটিতে ভিনিসিয়াসের বিরুদ্ধে ভ্যালেন্সিয়া ভক্তদের দ্বারা "মূর্খ, বোকা" বলা একটি স্লোগান রিপোর্ট করেছে।

এই মাঠে বারবার ভিনিকে এমন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে যা খুবই বিরক্তিকর বলে মন্তব্য করেছেন আনচেলত্তি, ‘আমি পরিশ্রান্ত, কারন ভিনিকে উত্তেজিত করার জন্য এই ধরনের অপমানজনক মন্তব্য বারবার করা হচ্ছে। কিন্তু ভিনি কোনভাবেই তাতে কোন ধরনের সায় দিচ্ছেনা।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০