ফাইনালে গ্রিনকে পাওয়ার আশা করছে অস্ট্রেলিয়া

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৬:১৮

ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নপিপ তৃতীয় আসরের ফাইনালে ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে পাবার ব্যাপারে আশাবাদি বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

পিঠের অস্ত্রোপচারের কারণে তিন মাসের বেশি সময় ধরে মাঠের বাইরে আছেন গ্রিন। আগামী ১১ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে অন্তত ব্যাটার হিসেবে গ্রিনকে পেতে চায় অস্ট্রেলিয়া।

গেল বছর সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজের মাঝপথেই পিঠের ইনজুরিতে পড়েন গ্রিন। অস্ট্রেলিয়া মেডিক্যাল টিমের পক্ষ থেকে তখন তার  স্ট্রেস ফ্র্যাকচারে অস্ত্রোপচার করার কথা বলা হয়েছি।  এরপর অক্টোবরে অস্ত্রোপচার করান  তিনি।

তিন মাসেরও বেশি সময় মাঠে ফিরেছেন গ্রিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের দৌড়ানোর একটি ভিডিও পোস্ট করেন তিনি।

গ্রিনের মাঠে ফেরার ব্যাপারে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘গ্রিনের অস্ত্রোপচারের পরবর্তী স্ক্যান আগামী মাসে  করা হবে। আশা করছি মে মাসে ব্যাটিংয়ে ফিরতে পারবে সে। তবে বোলিংয়ে ফিরতে সময় লাগবে তার।’

বেইলি আরও বলেন, ‘আমরা আশা করছি, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে সে। অন্তত ব্যাটার হিসেবে গ্রিনকে দলে চাইছি আমরা। মাঠের ফেরার জন্য কঠোর পরিশ্রম করছে গ্রিন।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের খেলা শেষ হবার আগেই ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই প্রথমবার ফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা। গত আসরে প্রথমবার ফাইনাল খেলতে নেমে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিলো অস্ট্রেলিয়া।

২০২০ সালে অভিষেকের পর অস্ট্রেলিয়ার হয়ে ২৮টি করে টেস্ট ও ওয়ানডে এবং ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন গ্রিন। তিন সংস্করণ মিলিয়ে ২ হাজার ২৬৬ রান করেছেন তিনি। বল হাতে ৬৭ উইকেট শিকার করেছেন ২৫ বছর বয়সী গ্রিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০