২২ গজে ফিরছেন এন্ডারসন

বাসস
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৮:৩৪

ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৫ (বাসস) : কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারের সাথে নতুন এক বছরের জন্য চুক্তি করেছেন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী পেসার জেমস এন্ডারসন। সোমবার কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারের পক্ষ থেকে এ কথা জানানো হয়। 

২০২৪ সালের জুলাইয়ে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন এন্ডারসন। তবে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

১৮৮ টেস্টে ২৬.৪৫ গড়ে ৭০৪ উইকেট নিয়েছেন এন্ডারসন। টেস্ট ক্রিকেটে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্ব রেকর্ডের মালিক এই ডান-হাতি পেসার। 

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর ইংল্যান্ড দলের পেস বোলিং মেন্টর হিসেবে দায়িত্ব পান এন্ডারসন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে তার নাম ছিল। কিন্তু অবিক্রিত থেকে যান এন্ডারসন। 

আগামী জুলাইয়ে ৪৩ বছরে পা দিতে যাওয়া এন্ডারসন বলেন, ‘ল্যাঙ্কাশায়ারের সাথে এই চুক্তিতে সই করতে পেরে এবং পরের মৌসুমে আবার পেশাদার ক্রিকেট খেলা শুরু করার জন্য আমি রোমাঞ্চিত হয়ে আছি।’

তিনি আরও বলেন, ‘কিশোর বয়স থেকেই এই ক্লাব আমার জীবনে বিশাল ভূমিকা রেখেছে। তাই আবারও এই ক্লাবের জার্সি গায়ে পড়ার সুযোগ পেয়ে এবং লাল ও সাদা বলের ক্রিকেটে দলের জন্য অবদান রাখার জন্য আমি সত্যিই মুখিয়ে আছি।’ 

২০২৫ মৌসুমের কাউন্টি চ্যাম্পিয়নশিপে আগামী ৪ এপ্রিল লর্ডসে মিডলসেক্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ল্যাঙ্কাশায়ার। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০