তৃতীয় রাউন্ডে উঠে ফেদেরারকে ছাড়িয়ে গেলেন জকোভিচ

বাসস
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৭:০৭

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করার মাধ্যমে গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে সবচেয়ে বেশী একক ম্যাচ খেলার রেকর্ড সৃষ্টি করেছেন নোভাক জকোভিচ। এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন আরেক লিজেন্ড রজার ফেদেরারকে। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ফেদেরারকে ছাড়িয়ে যাবার বিষয়টিকে ‘গর্বের’ এবং ‘অত্যন্ত রোমাঞ্চকর’ হিসেবে উল্লেখ করেছেন জকোভিচ।

৩৭ বছর বয়সী সার্বিয়ান তারকা জকোভিচ দ্বিতীয় রাউন্ডে পর্তুগালের বাছাই খেলোয়াড় জেমি ফারিয়াকে ৬-১, ৬-৭ (৪/৭), ৬-৩, ৬-২ গেমে পরাজিত করে তৃতীয় রাউন্ডে উঠেছে। তৃতীয় রাউন্ডে জকোভিচের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের ২৬তম বাছাই টমাস মাচাক।

এর মাধ্যমে জকোভিচ গ্র্যান্ড স্ল্যামে ৪৩০তম ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন। এই তালিকায় পরের দুই অবস্থানে আছেন যথাক্রমে ফেদেরার (৪২৯) ও সেরেনা উইলিয়ামস (৪২৩)।
এছাড়া আর কেউই ৪০০ বা তার বেশী ম্যাচ খেলেননি।

টানা ১৭ বছর মেলবোর্নে তৃতীয় রাউন্ডে খেলা জকোভিচ বলেছেন, ‘আমি টেনিসকে ভালবাসি, আমি প্রতিদ্বন্দ্বীতা পছন্দ করি। প্রতিবারই আমি নিজের সেরাটা দিতে চেষ্টা করি।

সর্বোচ্চ পর্যায়ের গ্র্যান্ড স্ল্যামে গত ২০ বছর ধরে খেলছি। সেখানে কখনো জিতেছি, কখনো পরাজিত হয়েছি। আমি সবসময়ই কোর্টে হৃদয় রেখে আসি। আরো একটি রেকর্ড গড়তে পেরে আমি সম্মানিত।

গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ এবং গ্র্যান্ড স্ল্যামে জয় পাওয়াই টেনিসে সবচেয়ে বেশী বিবেচনা করা হয়। অবশ্যই পুরো বিষয়টি নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০