তৃতীয় রাউন্ডে উঠে ফেদেরারকে ছাড়িয়ে গেলেন জকোভিচ

বাসস
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৭:০৭

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করার মাধ্যমে গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে সবচেয়ে বেশী একক ম্যাচ খেলার রেকর্ড সৃষ্টি করেছেন নোভাক জকোভিচ। এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন আরেক লিজেন্ড রজার ফেদেরারকে। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ফেদেরারকে ছাড়িয়ে যাবার বিষয়টিকে ‘গর্বের’ এবং ‘অত্যন্ত রোমাঞ্চকর’ হিসেবে উল্লেখ করেছেন জকোভিচ।

৩৭ বছর বয়সী সার্বিয়ান তারকা জকোভিচ দ্বিতীয় রাউন্ডে পর্তুগালের বাছাই খেলোয়াড় জেমি ফারিয়াকে ৬-১, ৬-৭ (৪/৭), ৬-৩, ৬-২ গেমে পরাজিত করে তৃতীয় রাউন্ডে উঠেছে। তৃতীয় রাউন্ডে জকোভিচের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের ২৬তম বাছাই টমাস মাচাক।

এর মাধ্যমে জকোভিচ গ্র্যান্ড স্ল্যামে ৪৩০তম ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন। এই তালিকায় পরের দুই অবস্থানে আছেন যথাক্রমে ফেদেরার (৪২৯) ও সেরেনা উইলিয়ামস (৪২৩)।
এছাড়া আর কেউই ৪০০ বা তার বেশী ম্যাচ খেলেননি।

টানা ১৭ বছর মেলবোর্নে তৃতীয় রাউন্ডে খেলা জকোভিচ বলেছেন, ‘আমি টেনিসকে ভালবাসি, আমি প্রতিদ্বন্দ্বীতা পছন্দ করি। প্রতিবারই আমি নিজের সেরাটা দিতে চেষ্টা করি।

সর্বোচ্চ পর্যায়ের গ্র্যান্ড স্ল্যামে গত ২০ বছর ধরে খেলছি। সেখানে কখনো জিতেছি, কখনো পরাজিত হয়েছি। আমি সবসময়ই কোর্টে হৃদয় রেখে আসি। আরো একটি রেকর্ড গড়তে পেরে আমি সম্মানিত।

গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ এবং গ্র্যান্ড স্ল্যামে জয় পাওয়াই টেনিসে সবচেয়ে বেশী বিবেচনা করা হয়। অবশ্যই পুরো বিষয়টি নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০