তৃতীয় রাউন্ডে উঠে ফেদেরারকে ছাড়িয়ে গেলেন জকোভিচ

বাসস
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৭:০৭

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করার মাধ্যমে গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে সবচেয়ে বেশী একক ম্যাচ খেলার রেকর্ড সৃষ্টি করেছেন নোভাক জকোভিচ। এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন আরেক লিজেন্ড রজার ফেদেরারকে। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ফেদেরারকে ছাড়িয়ে যাবার বিষয়টিকে ‘গর্বের’ এবং ‘অত্যন্ত রোমাঞ্চকর’ হিসেবে উল্লেখ করেছেন জকোভিচ।

৩৭ বছর বয়সী সার্বিয়ান তারকা জকোভিচ দ্বিতীয় রাউন্ডে পর্তুগালের বাছাই খেলোয়াড় জেমি ফারিয়াকে ৬-১, ৬-৭ (৪/৭), ৬-৩, ৬-২ গেমে পরাজিত করে তৃতীয় রাউন্ডে উঠেছে। তৃতীয় রাউন্ডে জকোভিচের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের ২৬তম বাছাই টমাস মাচাক।

এর মাধ্যমে জকোভিচ গ্র্যান্ড স্ল্যামে ৪৩০তম ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন। এই তালিকায় পরের দুই অবস্থানে আছেন যথাক্রমে ফেদেরার (৪২৯) ও সেরেনা উইলিয়ামস (৪২৩)।
এছাড়া আর কেউই ৪০০ বা তার বেশী ম্যাচ খেলেননি।

টানা ১৭ বছর মেলবোর্নে তৃতীয় রাউন্ডে খেলা জকোভিচ বলেছেন, ‘আমি টেনিসকে ভালবাসি, আমি প্রতিদ্বন্দ্বীতা পছন্দ করি। প্রতিবারই আমি নিজের সেরাটা দিতে চেষ্টা করি।

সর্বোচ্চ পর্যায়ের গ্র্যান্ড স্ল্যামে গত ২০ বছর ধরে খেলছি। সেখানে কখনো জিতেছি, কখনো পরাজিত হয়েছি। আমি সবসময়ই কোর্টে হৃদয় রেখে আসি। আরো একটি রেকর্ড গড়তে পেরে আমি সম্মানিত।

গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ এবং গ্র্যান্ড স্ল্যামে জয় পাওয়াই টেনিসে সবচেয়ে বেশী বিবেচনা করা হয়। অবশ্যই পুরো বিষয়টি নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
১০