জয় দিয়ে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু বাংলাদেশের

বাসস
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৭:৫৩

ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৫ (বাসস) : জয় দিয়ে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ।

আজ থেকে মালয়েশিয়ায় শুরু হওয়া টুর্নামেন্টের ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৫২ রানে অলআউট হয় নেপাল। জবাবে ৫ উইকেট হারিয়ে ১৩.২ ওভারে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

মালয়েশিয়ার বাঙ্গিতে টস জিতে নেপালকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় বাংলাদেশ। পাওয়ার প্লেতে ১৩ রানে ২ উইকেট হারায় নেপাল।

শুরুর চাপ সামলে উঠতে না পারায় ১৮.২ ওভারে ৫২ রানে অলআউট হয় নেপাল। দলের হয়ে মাত্র দুইজন ব্যাটার দুই অংকে পৌঁছেছেন। ওপেনার সানা পারভিন সর্বোচ্চ ১৯ এবং সিমানা কেসি ১০ রান করেন।

নেপালের পাঁচ ব্যাটারকে সাজঘওে পাঠান বাংলাদেশের চার বোলার। বাকী ৫ ব্যাটার রান আউট হয়ে ফিরে যান।

বাংলাদেশের হয়ে জান্নাতুল মাওয়া ২টি, নিশিতা আকতার নিশি-ফাহমিদা ছোঁয়া-আনিসা আকতার ১টি করে উইকেট শিকার করেন।

জবাবে তিন ওভারের মধ্যে ১১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। চতুর্থ উইকেটে ২১ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন সাদিয়া ইসলাম ও অধিনায়ক সুমাইয়া আকতার। ৯ রানের ব্যবধানে সাদিয়া ও সুমাইয়া বিদায় নিলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। সাদিয়া ১৬ ও সুমাইয়া ১২ রানে থামেন।

তবে ষষ্ঠ উইকেটে ১২ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন আফিয়া আসিমা ও জান্নাতুল। আফিয়া ৯ ও জান্নাতুল ৫ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন জান্নাতুল।

আগামী ২০ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে জুনিয়র টাইগ্রেসরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০