শামি-বুমরাহকে নিয়ে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

বাসস
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৯:১৮

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : দুই পেসার মোহাম্মদ শামি ও জসপ্রিত বুমরাহকে নিয়ে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলকে নেতৃত্ব দিবেন রোহিত শর্মা। তার ডেপুটি হিসেবে থাকবেন শুভমান গিল। 

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের হয়ে সর্বশেষ ৫০ ওভারের ফরম্যাটে খেলেছিলেন শামি। এরপর গোড়ালি ও হাঁটুর ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে ভারত। ঐ সিরিজ দিয়ে এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামবেন শামি।  

অস্ট্রেলিয়ার সফরে সিরিজের শেষ টেস্টে পিঠের ইনজুরিতে পড়েন বুমরাহ। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তার সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা ছিলো। ফিট হয়ে উঠার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সময় থাকায় দলে রাখা হয়েছে বুমরাহকে। 

এদিকে দলে জায়গা পাননি পেসার মোহাম্মদ সিরাজ। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি পেসার অর্শদীপ সিং। ভারতের ঘরোয়া আসর চলমান বিজয় হাজারে ট্রফিতে ৭ ম্যাচে সর্বোচ্চ ২০ উইকেট শিকার করেছেন অর্শদীপ।

দলে তিন স্পিন ও এক পেস অলরাউন্ডার রেখেছে ভারত। স্পিন বিভাগে আছেন ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এবং অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া।

ভারতের ব্যাটিং লাইন-আপে থাকছেন রোহিত, বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার ও যশ্বসী জয়সওয়াল। প্রথমবারের মত ওয়ানডে দলে সুযোগ পেলেন জয়সওয়াল। 

ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে দলে রাখা হয়েছে ঋষভ পান্ত ও লোকেশ রাহুলকে। 

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে ইংলিশদের বিপক্ষে খেলতে নামবে টিম ইন্ডিয়। প্রথম দুই ম্যাচে খেলবেন না বুমরাহ। তার জায়গায় দলের সাথে থাকবেন পেসার হার্ষিত রানা। 

ইংল্যান্ডের বিপক্ষে ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি ওয়ানডে সিরিজের ম্যাচগুলো খেলবে ভারত। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে ২২ জানুয়ারি থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে টিম ইন্ডিয়া। 

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সাথে আছে ভারত। ২০ ফেব্রুয়ারি ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। 

ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জশপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত ও রবীন্দ্র জাদেজা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০